পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিলীপ গোয়ালা কী গোরুর দুধের সোনা দিয়ে সোনার বাংলা গড়বেন ? কটাক্ষ সায়ন্তিকার - TMC

বুধবার জামুড়িয়াতে প্রার্থী প্রচারে আসেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ এইদিন সভা থেকেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে 'গোয়ালা' বললেন তিনি ৷

West Bengal Election 2021
West Bengal Election 2021

By

Published : Apr 21, 2021, 6:50 PM IST

জামুড়িয়া , 21 এপ্রিল : বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট ৷ তাই জোর কদমে চলছে তাই প্রার্থী প্রচার ৷ তাই বুধবার জামুরিয়াতে আসেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷

বুধবার সভা থেকে দিলীপ ঘোষকে সরাসরি 'গোয়ালা' বলে আক্রমণ করলেন তারকা প্রার্থী সায়ন্তিকা ৷ একইসঙ্গে তিনি বিজেপিকে প্রশ্ন ছুঁড়লেন গোরুর দুধ দিয়েই কি সোনার বাংলা গড়বেন তাঁরা ! এই দিন সায়ন্তিকা লকেট চট্টোপাধ্য়ায়ের উপর হওয়া 'হামলা'র প্রসঙ্গকেও টেনে এনেছেন ৷

সায়ন্তিকা বলেন , ‘‘বিজেপি দলের এক প্রার্থী প্রচারে যাচ্ছে গোরুর গাড়ি করে ৷ বাকি সময় এসি গাড়ি থেকে ওঁকে নামতে দেখা যায় না ৷ দেখতেই পেয়েছি আমরা ভোটের দিন উনি কীভাবে গাড়ির ভেতর থেকে গাড়ির কাঁচ টা ভাঙলেন এবং বলছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা কাঁচ ভেঙেছে ৷ লকেট চট্টোপাধ্য়ায়ের কথা বলছি ৷’’

জামুরিয়া থেকে সায়ন্তিকা

তখনই সায়ন্তিকা বলেন , ‘‘দিলীপ গোয়ালা নাকি গোরুর দুধে সোনা খুঁজে পায় ৷ তো বাংলা টা কি সেই সোনা দিয়েই গড়বেন ? হিন্দু-মুসলিম এনআরসি করে ? প্রশ্নটা আমরা ওঁদের ছুঁড়ে দিলাম, উত্তর চাই না ৷’’

ABOUT THE AUTHOR

...view details