পাণ্ডবেশ্বর, 26 এপ্রিল : বুথে পোলিং এজেন্টকে সাময়িক রিলিফ দিতে গিয়েছিলেন ৷ কিন্তু পথ আটকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তৃণমূল কংগ্রেসের কর্মী শুনেই কোনও কথা না বাড়িয়ে বেধড়ক মারধর শুরু হয় ৷ এমনই অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ ঘটনাস্থল পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার 217 নম্বর বুথ ৷
আক্রান্ত তৃণমূল কর্মীর নাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "প্রতাপপুরে আমাদের যে পোলিং এজেন্ট ছিলেন তাঁকে সাময়িক রিলিফ দেওয়ার জন্য ওই বুথে যাই । আমি যাওয়া মাত্রই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানতে চান আপনি কোন দলের? আমি বলি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের । তারপরেই শুরু হয়ে যায় মারধর ।" পরে কয়েকজন মিলে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় ৷