আসানসোল, 4 এপ্রিল : আমার প্রতিপক্ষ আমি নিজেই ৷ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এমনটাই মন্তব্য করলেন । জয়ের বিষয়ে তাঁর প্লাস পয়েন্ট জানতে চাওয়া হলে তিনি বলেন, "মানুষকে জিজ্ঞাসা করুন ৷"
রবিবার সকাল থেকে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বার্নপুর সুভাষপল্লি অঞ্চল থেকে তিনি তার প্রচার শুরু করেন । সুভাষপল্লি অঞ্চল হয়ে রহমত নগর এলাকায় রবিবাসরীয় প্রচার সারেন সায়নী । তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক সোহরাব আলি । তারকা সায়নীকে কাছে পেয়ে এলাকার মানুষের উচ্ছাস ছিল চোখে পড়া মতো ৷ ভিড় সামলাতে দেখা যায় খোদ প্রার্থীকে ৷ তাঁর প্রতিপক্ষ জানতে চাওয়া হলে তিনি বলেন,"আমার নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বেশি ৷ আমার থেকে বড় প্রতিপক্ষ কেউ নেই ৷"