পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলসিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, কয়েকজন আহত - assembly election 2021

আজ পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি আসনে নির্বাচন রয়েছে। পাশাপাশি গলসি বিধানসভা কেন্দ্রেও নির্বাচন চলছে আজ । বেশ কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে ৷

bjp
আহতকে দেখতে গেছেন বিজেপি প্রার্থী

By

Published : Apr 22, 2021, 6:44 PM IST

Updated : Apr 22, 2021, 7:38 PM IST

দুর্গাপুর, 23 এপ্রিল : নির্বাচন চলাকালীন বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটল গলসি বিধানসভা এলাকায় ৷ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন ৷

আজ পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি আসনে নির্বাচন রয়েছে। পাশাপাশি গলসি বিধানসভা কেন্দ্রেও নির্বাচন হয় আজ । বেশ কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে ৷

আরও পড়ুন- করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি ! আক্রমণ মমতার

বিজেপির গলসি বিধানসভার প্রাথী বিকাশ বিশ্বাস অভিযোগ করেন, আচমকা তৃণমূল পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সহ সভাপতি জাকির হোসেনের দলবল তাদের কর্মীদের হামলা চালায়।

আরও পড়ুন- করোনাকালে ব্য়র্থ নির্বাচন কমিশন, তোপ কলকাতা হাইকোর্টের

পাল্টা অভিযোগ তৃণমূলের ৷ জেলা সভাপতি জাকির হোসেন অভিযোগ, তাঁদের কর্মীদের উপর হামলা চালায় বিকাশ বিশ্বাসের লোকজন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ । বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস দলীয় আহত কর্মীকে দেখতেও যান।

Last Updated : Apr 22, 2021, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details