দুর্গাপুর, ৯ এপ্রিল : রাজ্যের কোথাও ভোট পরবর্তী হিংসার ছবি ফুটে উঠেছে ৷ আবার কোথাও ভোটের আগেই অশান্তি ছড়াচ্ছে ৷ দুর্গাপুরে নির্বাচনের এখনও 17 দিন বাকি ৷ তার আগে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল ও সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ কাঁকসার বসুধা গ্রামের ঘটনা ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ ৷
ঘটনার সূত্রপাত বুধবার রাতে ৷ সেদিন তৃণমূল ও সিপিআইএমের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এমনকি দেওয়াল লিখন মুছে ফেলার ও স্থানীয় মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে ৷ তারপর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ এরপরই বৃহস্পতিবার রাতে বিজেপির কার্যালয় ভাঙচুর ৷
এবিষয়ে বিজেপি নেতা রাজীব রায়ের অভিযোগ, সিপিআইএম ও টিএমসির এই গ্রামে আর অস্তিত্ব নেই। তাই তারা এই গুন্ডামি করছে।