পশ্চিমবঙ্গ

west bengal

মাওবাদী, তৃণমূল ও বিজেপিকে একসূত্রে বেঁধে আক্রমণ সুশান্তর

By

Published : Apr 18, 2021, 6:06 PM IST

সুশান্ত ঘোষ বলেন, "যাঁহারাই মাওবাদী, তাঁহারাই তৃণমূল নেতা ৷ আর যাঁহারাই তৃণমূলের নেতা, তাঁহারাই পদ্মফুলের নেতা।" তাঁর কথায় তৃণমূল ও বিজেপি একটাই দল ৷ বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া, আর তৃণমূলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া ৷’’

Sushanta Ghosh
সুশান্ত ঘোষ

দুর্গাপুর, 18 এপ্রিল : মাওবাদী, তৃণমূল ও বিজেপিকে একসূত্রে বাঁধলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ ৷ আজ কাঁকসার বিদবিহারে নির্বাচনী জনসভা করেন তিনি ৷ সেখানেই বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন ৷

ওই সভায় সুশান্ত ঘোষ বলেন, "যাঁহারাই মাওবাদী, তাঁহারাই তৃণমূল নেতা ৷ আর যাঁহারাই তৃণমূলের নেতা, তাঁহারাই পদ্মফুলের নেতা।" তাঁর কথায় তৃণমূল ও বিজেপি একটাই দল ৷ বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া, আর তৃণমূলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া ৷’’

আরও পড়ুন- সুজাতা মণ্ডল খাঁ ও সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

ওই সভা থেকে ভারতী ঘোষকেও আক্রমণ করেন সুশান্ত ঘোষ ৷ তিনি বলেন, "পুলিশের সর্বোচ্চ আধিকারিক মঞ্চে দাঁড়িয়ে মা ডাকছেন ৷ মাননীয়াকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন ৷ আর তাঁর নেতৃত্বে যাতে করে জেলায় লাল ঝান্ডা মুছে যায় সেই ব্যবস্থা করছেন ৷ কিন্তু সেই মেয়ে আর এই মায়ের (পড়ুন মমতার) সন্তান নেই ৷ এখন অন্য মায়ের সন্তান সেজে বসে গিয়েছেন ৷" অন্য়দিকে শিল্প করা নিয়েও তৃণমূল কংগ্রেসকে খোঁচা দেন ৷ বাম আমলে তৈরি হওয়া শিল্প কারখানা তৃণমূলের আমলে বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ তাঁর ৷

পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন সুশান্ত ঘোষ ৷ তিনি বলেন, "তৃণমূলের থেকেও ভয়ঙ্কর বিজেপি ৷ দেশ বিক্রি করে দিচ্ছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে কলকারখানা করার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু ক্ষমতায় আসার পর শিল্প আনা তো দূরের কথা সব বিক্রি করে দিচ্ছে।"

দুর্গাপুর পূর্ব বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী আভাস রায়চৌধুরি এবং গলসি বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নন্দলাল পণ্ডিতের সমর্থনে নির্বাচনী প্রচার করেন সুশান্ত ঘোষ ৷ তবে দুই কেন্দ্রের প্রার্থীরা ওই সভায় উপস্থিতি ছিলেন না।

ABOUT THE AUTHOR

...view details