দুর্গাপুর, 6 এপ্রিল :নির্বাচনের আগে পোস্টার বিকৃত করার অভিযোগ বারবার সামনে এসেছে ৷ এবার সেই ঘটনা ঘটলদুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডে ৷ সোমবার কমলপুর প্লট এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের ছবিতে সিঁদুর দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ৷
প্রসঙ্গত, দুর্গাপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কমলপুর প্লট এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে দেখেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টারগুলিতে সিঁদুর দেওয়া হয়েছে ।
আরও পড়ুন :সাতগাছিয়ার 102 নং বুথকে মডেল ঘোষণা নির্বাচন কমিশনের