পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের পোস্টার, ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ

তৃণমূলের পোস্টার, ব্যানার ও ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসায় ৷ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের ৷

তৃণমূলের পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ

By

Published : Apr 10, 2021, 3:50 PM IST

দুর্গাপুর, 10 এপ্রিল : কাঁকসার বামুনাড়ার সিধু কানহু পার্কে দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় বিজেপির বিরুদ্ধে ফ্লেক্স ছেড়ার অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

স্থানীয় তৃণমূল নেতা অরূপ গোস্বামী অভিযোগ করেন, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের ফ্লেক্স, পোস্টার এবং দলীয় পতাকা ছিড়ে দিচ্ছে । সেরকমই শুক্রবার রাতেও একাধিক ফ্লেক্স এবং পোস্টার ছিড়ে দেওয়া হয়েছে ৷ তৃণমূল কর্মী-সমর্থকরা কাঁকসা থানার পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন । এই ঘটনায় শনিবার সকাল থেকেই প্রতিবাদে নেমেছেন শাসকদলের কর্মী-সমর্থকরা । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপি কর্মীরা পাল্টা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা বলে দাবি করেছে ৷

আরও পড়ুন : তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর কেন্দ্রীয় বাহিনীর, ভিডিয়ো প্রকাশ করে অভিযোগ পার্থর

প্রসঙ্গত, এই এলাকাতে এর আগেও তৃণমূলের ‘বাংলা তার নিজের মেয়েকে চায়’ লেখা পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছে ৷ আজকের ঘটনায় স্থানীয় বিজেপি নেতা বাসুদেব পাল বলেন, ‘‘এসব মিথ্যা অভিযোগ । পুরোটাই শাসকদলের সাজানো ঘটনা ।’’

ABOUT THE AUTHOR

...view details