পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজ নেই, ভোট নেই, হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙার আদিবাসীদের - দুর্গাপুর

আদিবাসীদের অভিযোগ, বাইরে থেকে লোক আনছে খনি কর্তৃপক্ষ । তাই ভোট পেতে গেলে তাঁদের কাজ দিতে হবে, দাবি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ।

কাজের দাবিতে বিক্ষোভ পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গার আদিবাসীদের
কাজের দাবিতে বিক্ষোভ পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গার আদিবাসীদের

By

Published : Mar 21, 2021, 7:53 AM IST

দুর্গাপুর, 21 মার্চ : কাজের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙা গ্রামের বাসিন্দারা । "কাজ দাও, ভোট নাও" এই স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা ।

খনি অঞ্চল হিসেবে অধিক পরিচিত পাণ্ডবেশ্বর । এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি খোলামুখ খনি । সম্প্রতি পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙা এলাকায় একটি নতুন খোলামুখ খনির কাজ চলছে । এই গ্রামে রয়েছে মোট 85 টি আদিবাসী পরিবার । ষবাস করে মূলত জীবিকা অর্জন করতেন সেখানকার বাসিন্দারা । কিন্তু সেই জমিতে খোলামুখ খনি হচ্ছে । ফলে চাষযোগ্য জমি না থাকায় কাজ হারিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : দিদির পার্টি নির্মমতার পাঠশালা : মোদি

গ্রামবাসীদের অভিযোগ , খনি কর্তৃপক্ষ বাইরে থেকে লোক এনে কাজে করাচ্ছেন । কিন্তু এলাকার আদিবাসী সমাজের লোকেদের কাজ দিচ্ছেন না । আদিবাসীদের দাবি, তাঁদের প্রত্যেককে কাজ দিতে হবে । এই দাবিতে শনিবার জোয়ালভাঙা এলাকার আদিবাসী সমাজের লোকেরা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ।কাজ না দিলে ভোট বয়কটের ডাক দেন তাঁরা ।

পাণ্ডবেশ্বরের আদিবাসী গাঁওতার সভাপতি জলধর হেমব্রম বলেন ,"পাণ্ডবেশ্বরে জোয়ালভাঙা গ্রামে 85 টি পরিবারের মধ্যে মাত্র দু'জন লোক কাজ পেয়েছেন । বাকি কেউ কাজ পাননি । এ ব্যাপারে খনি কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে । এবার লিখিতভাবে জানানো হবে । প্রশাসনকে জানানো হলেও কোনও সমাধান হয়নি । তাই কাজ না পেলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসীরা "। যদিও এ ব্যাপারে খনি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কাজের দাবিতে ভোট বয়কটের ডাক

ABOUT THE AUTHOR

...view details