পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিপজ্জনক পরিস্থিতি, ডিসিআরসিতে নেই কোনও কোভিড সুরক্ষা - ডিসিআরসিতে নেই কোনও কোভিড সুরক্ষা

ভিড়ে ঠাসাঠাসি করে, গা ঘেঁষাঘেঁষি করে ভোট কর্মীরা বাধ্য হলেন নিজেদের জিনিসপত্র বুঝে নিতে ।

ডিসিআরসিতে নেই কোনও কোভিড সুরক্ষা
ডিসিআরসিতে নেই কোনও কোভিড সুরক্ষা

By

Published : Apr 25, 2021, 5:30 PM IST

আসানসোল, 25 এপ্রিল : যেখানে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । পশ্চিম বর্ধমান জেলায় সাড়ে চার হাজারের বেশী সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা । সেখানে ডিসিআরসি কেন্দ্রগুলিতে বিপজ্জনক দৃশ্য চোখে পড়ল। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি কেন্দ্রে দেখা গেল চূড়ান্ত অব্যবস্থা।

পশ্চিম বর্ধমান জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য আসানসোলে দুটি ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটের ভিভিপাট সহ অন্যান্য নথি বিতরণ করা হচ্ছিল । ভিড়ে ঠাসাঠাসি করে, গা ঘেঁষাঘেঁষি করে ভোট কর্মীরা বাধ্য হলেন নিজেদের জিনিসপত্র বুঝে নিতে ।

গা ঘেঁষাঘেঁষি করে ভোট কর্মীরা জিনিসপত্র বুঝে নিচ্ছেন

চরম আতঙ্কের মধ্যে ভিড়ে অবস্থার মধ্যেই ভোট কর্মীরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে পাড়ি দিলেন ।

ABOUT THE AUTHOR

...view details