দুর্গাপুর, 23 এপ্রিল : করোনা পরিস্থিতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর কটাক্ষ, ‘‘শুধু ভাষণ দিলে হবে না ৷ কাজ করতে হবে ৷’’
নির্বাচন কমিশনের তরফে প্রচারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে করোনা পরিস্থিতির জেরে ৷ তাই আজ, শুক্রবার কোনও সভা না করে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সারেন ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে তৃণমূল নেত্রী বার্তা দেন দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ৷
করোনা পরিস্থিতিতে সকলে যাতে মাস্ক পরে ও দূরত্ববিধি মেনে ভোট দেন, সেই বিষয়টিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তার সঙ্গেই করোনা পরিস্থিতি, দেশে অক্সিজেনের আকাল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷
একই সঙ্গে মমতার দাবি, করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ৷ কারণ, গত গত 7 মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছিলেন করোনা চলে যাচ্ছে ৷ এর থেকেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘তার মানে ওদের (কেন্দ্র) কোনও পরিকল্পনা ছিল না ৷’’