জামুড়িয়া, 14 এপ্রিল : দলীয় কর্মীকে আটক করার প্রতিবাদে বুধবার জামুড়িয়া থানা ঘেরাও করলেন বিজেপি প্রার্থী তাপস রায়। থানার বাইরে বসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হন জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায় । বুধবার সকাল থেকেই চলছে বিক্ষোভ প্রদর্শন ।
প্রসঙ্গত, জামুড়িয়া বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষের সভাতে জয় শ্রীরাম ধ্বনি ওঠে বলে অভিযোগ । মঙ্গলবার রাতে জামুড়িয়ার 32 নম্বর ওয়ার্ডের নিউ সাতগ্রাম কোলিয়ারি এলাকায় পথসভা করেন সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষ । সভা চলাকালীন হঠাৎ বিজেপির কর্মী-সমর্থকরা সভায় প্রবেশ করে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে । তার সঙ্গে চলে ঐশী ঘোষ গো ব্যাক স্লোগান । এই ঘটনাকে কেন্দ্র করে সেই মুহূর্তে সভাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।