পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় কর্মীকে আটক , প্রতিবাদে জামুড়িয়া থানা ঘেরাও বিজেপির - সংযুক্ত মোর্চা

দলীয় কর্মীকে আটক করার প্রতিবাদে জামুড়িয়া থানা ঘেরাও করল স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ থানার বাইরে বসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হন জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায় । বুধবার সকাল থেকেই চলছে বিক্ষোভ প্রদর্শন ।

দলীয় কর্মীকে আটক , প্রতিবাদে জামুড়িয়া থানা ঘেরাও বিজেপির
দলীয় কর্মীকে আটক , প্রতিবাদে জামুড়িয়া থানা ঘেরাও বিজেপির

By

Published : Apr 14, 2021, 1:40 PM IST

Updated : Apr 14, 2021, 2:18 PM IST

জামুড়িয়া, 14 এপ্রিল : দলীয় কর্মীকে আটক করার প্রতিবাদে বুধবার জামুড়িয়া থানা ঘেরাও করলেন বিজেপি প্রার্থী তাপস রায়। থানার বাইরে বসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হন জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায় । বুধবার সকাল থেকেই চলছে বিক্ষোভ প্রদর্শন ।

প্রসঙ্গত, জামুড়িয়া বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষের সভাতে জয় শ্রীরাম ধ্বনি ওঠে বলে অভিযোগ । মঙ্গলবার রাতে জামুড়িয়ার 32 নম্বর ওয়ার্ডের নিউ সাতগ্রাম কোলিয়ারি এলাকায় পথসভা করেন সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষ । সভা চলাকালীন হঠাৎ বিজেপির কর্মী-সমর্থকরা সভায় প্রবেশ করে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে । তার সঙ্গে চলে ঐশী ঘোষ গো ব্যাক স্লোগান । এই ঘটনাকে কেন্দ্র করে সেই মুহূর্তে সভাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।

দলীয় কর্মীকে আটক , প্রতিবাদে জামুড়িয়া থানা ঘেরাও বিজেপির

খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এর জেরে কিছুক্ষণ বন্ধ থাকে ঐশী ঘোষের সভা । পরিস্থিতি ঠিক হলে ফের তা শুরু হয় ৷
এই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে বিজেপির এক কর্মীকে আটক করে জামুড়িয়া থানার পুলিশ । এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে জামুরিয়া থানা ঘেরাও করে বিজেপি প্রার্থী সহ দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে ।

আরো পড়ুন :নীরবে ধর্নায় বসে কি বঙ্গ-ভোটে মাস্টার স্ট্রোক দিলেন মমতা ?

Last Updated : Apr 14, 2021, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details