পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে অসুস্থ ভোটকর্মীর মৃত্যু, ডিসিআরসিতে চিকিৎসক না থাকার অভিযোগ - lady polling agent death in asansol

সপ্তম দফা নির্বাচনের প্রস্তুতি পর্বে আসানসোলে ডিসিআরসিতে মৃত্যু হল এক মহিলা ভোটকর্মীর ৷ নাম অনিমা মুখোপাধ্যায় (52) । রূপনারায়ণপুর পিঠাইকেয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি ৷ বাড়ি রূপনারায়ণপুরেই ৷ কুলটি বিধানসভার কোনও একটি বুথে তাঁর ডিউটি পড়েছিল ৷ ডিসিআরসিতে কোনও চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ উঠেছে ৷ দীর্ঘক্ষণ অসুস্থ হয়ে পড়ে থাকলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ উঠেছে ৷

আসানসোলে অসুস্থ ভোটকর্মীর মৃত্যু ৷
আসানসোলে অসুস্থ ভোটকর্মীর মৃত্যু ৷

By

Published : Apr 25, 2021, 4:07 PM IST

Updated : Apr 25, 2021, 5:22 PM IST

আসানসোল, 25 এপ্রিল: সপ্তম দফা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আসানসোলে মৃত্য়ু হল এক মহিলা ভোটকর্মীর ৷ ডিসিআরসিতে মেডিকেল ইউনিট রইলেও কোনও মেডিক্যাল স্টাফ নেই বলে অভিযোগ উঠেছে । অসুস্থ ওই ভোটকর্মী পড়ে রইলেন দীর্ঘক্ষণ ধরে। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত ভোটকর্মীর নাম অনিমা মুখোপাধ্যায় (52) । রূপনারায়ণপুর পিঠাইকেয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি ৷ বাড়ি রূপনারায়ণপুরেই ৷ কুলটি বিধানসভার কোনও একটি বুথে তাঁর ডিউটি পড়েছিল ৷ অন্যদিকে জ্বরে আক্রান্ত আরও এক ভোটকর্মী মেডিক্যাল রিলিফের জন্য সকাল 10টা থেকে বসে রইলেও মিলল না মেডিক্যাল টিম । এমনই চূড়ান্ত অব্যবস্থার ছবি দেখা গিয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিসিআরসিতে ।

আগামিকাল 26 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার ন'টি বিধানসভা কেন্দ্রে ভোট ৷ তার জন্যই দু'টি বিতরণ কেন্দ্র করা হয়েছে । আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে একটি এবং অন্যটি ঊষাগ্রাম স্কুলে । এদিন সকাল থেকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে কোনও মেডিকেল ইউনিটের দেখা পাওয়া যায়নি । নির্দিষ্ট ক্যাম্প করা হলেও কোনও মেডিকেল টিম এখানে পাওয়া যায়নি । এর মধ্যেই ভিড় এবং তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ভোটকর্মী । অন্যান্য ভোটকর্মীদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে থাকলেও, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না । প্রায় দু'ঘণ্টা পরে পুলিশ কর্মীদের তৎপরতায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল । হাসপাতালেই তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷

আসানসোলে ডিসিআরসিতে অসুস্থ হয়ে মৃত্যু হল মহিলা ভোটকর্মীর ৷

অন্যদিকে, এই খবর সংগ্রহ করতে গিয়ে ইটিভি ভারতের প্রতিনিধি সন্ধান পান জ্বরে আক্রান্ত হয়েও আরও এক যুবক বসে আছেন মেডিকেল ইউনিটে । এদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তিনি সেখানে বসে থাকলেও কোনও মেডিকেল স্টাফ পাননি । ফলে ভোটের কাজ থেকেও তিনি রিলিফ পাননি । এই ঘটনায় প্রশাসনের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি ৷

আরও পড়ুন: করোনাকালে ব্য়র্থ নির্বাচন কমিশন, তোপ কলকাতা হাইকোর্টের

Last Updated : Apr 25, 2021, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details