দুর্গাপুর, 18 এপ্রিল : দুর্গাপুর পূর্ব বিধানসভায় নির্বাচন 22 এপ্রিল ৷ প্রচারের শেষ রবিবারের সকালে হুড খোলা গাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরান দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ৷
সকাল 10 টায় বামুনাড়া হাটতলা থেকে প্রচার শুরু করেন তিনি ৷ গোটা বামুনাড়া গ্রাম জুড়ে চলে তাঁর প্রচারপর্ব ৷ প্রচারের ফাঁকে এলাকাবাসীর কাছ থেকে জানতে চান তাঁদের সমস্যার কথা ৷ প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয়রা তাঁদের রাস্তার সমস্যার কথা , পানীয় জলের সমস্যার কথা জানান ৷ পাশাপাশি তা নোটবুকে লিখেও রাখেন ৷ নির্বাচন শেষে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি ৷
শেষবেলার প্রচারে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার প্রচারের ফাঁকে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, " দুর্গাপুর পূর্ব বিধানসভায় 2016 সালে জয়ী হন সিপিএমের বিধায়ক সন্তোষ দেবরায় ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভায় জেতেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ জয়ী হওয়ার পর তাঁদের আর দেখা যায়নি ৷ " পাশাপাশি এদিন তিনি বলেন, "সাধারণ মানুষদের উচ্ছ্বাসে আমি অভিভূত ৷ তাঁদের উন্মাদনার জেরে মনে হচ্ছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য জয়ী করবেন ৷ ওঁর উপর দিল্লি সরকারের যে অন্যায় আক্রমণ তার প্রতিশোধ নেবেন বাংলার মানুষ ৷ "
নির্বাচন কমিশনকেও এদিন বিঁধেছেন তিনি ৷ বলেন, "নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার ৷ কিন্তু মানুষের উপর ভরসা আছে ৷ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন৷"
আরও পড়ুন :"প্রথম 5 দফায় 125, সবমিলিয়ে 200 আসনে জিতবে বিজেপি !" আত্মবিশ্বাসী দিলীপ