পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মণ ঘোড়ুইকে দুশ্চরিত্র বললেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী - bjp mohila morcha leader chandramallika goshwami banerjee

একসময় বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ছায়সঙ্গী ছিলেন চন্দ্রমল্লিকা দেবী ৷ তিনি বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী ৷ ভোটের প্রচারের প্রথমদিকে চন্দ্রমল্লিকাকে লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে দেখা গিয়েছিল ৷

bengal-election-2021
bengal-election-2021

By

Published : Apr 4, 2021, 11:08 PM IST

দুর্গাপুর, 4 এপ্রিল : চারিত্রিক দোষ রয়েছে ৷ দলের পুরোনো কর্মীদের প্রতি বঞ্চনা করেছেন ৷ দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে চারিত্রিক দোষের অভিযোগ হানলেন দলেরই মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা গোস্বামী বন্দ্যোপাধ্যায় ৷ লক্ষণ ঘোড়ুই দুর্গাপুর পশ্চিম বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন ।

একসময় বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ছায়সঙ্গী ছিলেন চন্দ্রমল্লিকা দেবী ৷ তিনি বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী ৷ ভোটের প্রচারের প্রথমদিকে চন্দ্রমল্লিকাকে লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে দেখা গিয়েছিল ৷ কিন্তু হঠাৎ লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেত্রী ৷ তিনি বলেন, "লক্ষ্মণ ঘোড়ুই দুশ্চরিত্র । তিনি বিভিন্নভাবে দলের পুরানো কর্মীদের বঞ্চনা করেছেন ।" শুধু মুখে বলেই ক্ষান্ত নন তিনি । লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে নির্দল প্রার্থী হিসাবে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান তিনি ।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ভাঙন ধরেছে বিজেপিতে । আদি বনাম নব্য লড়াই চলছে । দুর্গাপুরের বিজেপির মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা গোস্বামী বন্দ্যোপাধ্যায়ের দাবি, "লক্ষ্মণ ঘোড়ুই প্রার্থী হওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে দলের কর্মীদের একটা বড় অংশ । বিজেপির ভোট যাতে অন্য শিবিরের দিকে না যায় তাই নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব ৷" এই বিস্ফোরক অভিযোগ শুনে লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "উনি বিজেপির জেলা কমিটির কেউ নন । ওনার কথার কী উত্তর দেব ? উনি একসময় জেলার মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন । ওনার যা বলার রাজ্য নেতাদের বলুন । আমি কিছুই বলব না ।" তাঁর অভিযোগ, "উনি প্রার্থী হবেন তাই আমার বিরুদ্ধে এসব কথা বলছেন ৷ কিন্তু মানুষ আমার সঙ্গে আছে ।"

লক্ষ্মণ ঘোড়ুই দুশ্চরিত্র ! অভিযোগ বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রীর

আরও পড়ুন : লাউদোহায় জিতেন্দ্র তিওয়ারির প্রচারে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ

তবে এই ঘটনায় দুর্গাপুরের বিজেপির নেতা, কর্মীরা কিছুটা হলেও বিড়ম্বনায় পড়েছেন ৷ এই বিষয়ে ঘাসফুল শিবিরের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "বিজেপি নেতাদের চারিত্রিক দোষের ঘটনা এই প্রথম নয় । দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীকেও নীল ছবির খলনায়ককে সঙ্গে নিয়ে প্রচারে নামতে দেখা গিয়েছে । এখন আবার দলেরই নেত্রী জেলা সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন । কিচ্ছু বলার নেই ।"

ABOUT THE AUTHOR

...view details