পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিকেয় করোনাবিধি, মাস্ক না পরেই রোড-শো বিজেপি প্রার্থী শ্রাবন্তীর

মঙ্গলবার কাঁকসার আকন্দরা এলাকায় রোড শো করে প্রচার করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তাঁকে দেখতে রাস্তায় নেমেছিল উচ্ছ্বসিত জনতার ঢল ৷ তবে অভিনেত্রী থেকে শুরু করে দলের কর্মী সমর্থক, প্রচারে উপস্থিত বেশিরভাগের মুখেই ছিলনা কোনও মাস্ক ৷ মানা হয়নি সামাজিক দূরত্ববিধিও ৷

বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

By

Published : Apr 20, 2021, 10:07 PM IST

দুর্গাপুর, 20 এপ্রিল : রাজ্যজুড়ে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে ৷ এক আতঙ্ক গ্রাস করেছে রাজ্যের মানুষকে । অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা যখন নির্বাচনের প্রচার বন্ধ করেছেন এরাজ্যে সেই সময় কাঁকসার আকন্দরা এলাকা জুড়ে হুড খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ শিকেয় উঠেছে করোনাবিধিও ৷

মঙ্গলবার কাঁকসার আকন্দরা এলাকায় রোড শো করে প্রচার করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তাঁকে দেখতে রাস্তায় নেমেছিল উচ্ছ্বসিত জনতার ঢল ৷ অভিযোগ, অভিনেত্রী থেকে শুরু করে দলের কর্মী সমর্থক, প্রচারে উপস্থিত বেশিরভাগের মুখেই ছিল না কোনও মাস্ক ৷ মানা হয়নি সামাজিক দূরত্ববিধিও ৷ এই করোনা পরিস্থিতিতেও আমজনতার দিকে ফুলের পাপড়ি ছুঁড়তে দেখা গেল শ্রাবন্তীকে ৷ অভিনেত্রীর এরূপ আচরণ দেখে উঠছে প্রশ্ন ৷ যাদেরকে সাধারণ মানুষ আইকন মনে করে এই কোভিড পরিস্থিতিতে তাদের এই দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম কি আদৌ সমর্থনযোগ্য ?

শ্রাবন্তীর রোড-শোতে শিকেয় করোনাবিধি

এদিনের রোড শোটি আকন্দরা আদিবাসী পাড়া থেকে শুরু হয় গোটা গ্রাম পরিক্রমা করার পর আকন্দরা বস্ট্যান্ড এলাকায় শেষ হয় । উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রাথী কর্নেল দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা । মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ।

আরও পড়ুন :শখের রাজনীতি দিয়ে মানুষের জন্য লড়াই করা যায় না, অকপট মীনাক্ষী

ABOUT THE AUTHOR

...view details