পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেএনইউ-এর গুন্ডামির মডেল নিয়ে কাজ হবে না, জামুড়িয়ায় প্রচারে বললেন বাবুল সুপ্রিয় - west bengal assembly election 2021

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় পাথরচূড় গ্রামে বিজেপির প্রার্থী তাপস রায়ের হয়ে ভোট প্রচারে নামলেন বাবুল সুপ্রিয় ৷ জামুড়িয়ায় এবার বামফ্রন্টের প্রার্থী ঐশী ঘোষ ৷ দুর্গাপুরের মেয়ে ঐশী জাতীয়স্তরে বাম রাজনীতির অন্যতম মুখ ৷ তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নেত্রী ৷

জেএনইউ-এর গুন্ডামির মডেল নিয়ে কাজ হবে না, জামুড়িয়ায় প্রচারে বললেন বাবুল সুপ্রিয়
জেএনইউ-এর গুন্ডামির মডেল নিয়ে কাজ হবে না, জামুড়িয়ায় প্রচারে বললেন বাবুল সুপ্রিয়

By

Published : Apr 16, 2021, 3:26 PM IST

Updated : Apr 16, 2021, 3:42 PM IST

জামুড়িয়া, 16 এপ্রিল : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় পাথরচূড় গ্রামে বিজেপির প্রার্থী তাপস রায়ের হয়ে ভোট প্রচারে নামলেন বাবুল সুপ্রিয় ৷ জামুড়িয়া আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা ৷ কেন্দ্রের মোদি সরকারের মন্ত্রী বাবুল ওই লোকসভা আসনেরই সাংসদ ৷ এদিন প্রচারে এসে তিনি বললেন, "জামুড়িয়ায় বামফ্রন্টের জেএনইউ-এর গুন্ডামির মডেল নিয়ে কাজ হবে না ? লাল হবে না, সবুজ হবে না, শুধুমাত্র কমলা হবে । প্রথমে বামফ্রন্ট নোংরা, আবর্জনা, পাঁক তৈরি করেছে ৷ তারপর তৃণমূল । তাই পাঁকে একটাই ফুল ফোটে । সেটা হল পদ্ম ফুল ।’’

উল্লেখ্য, জামুড়িয়ায় এবার বামফ্রন্টের প্রার্থী ঐশী ঘোষ ৷ দুর্গাপুরের মেয়ে ঐশী জাতীয়স্তরে বাম রাজনীতির অন্যতম মুখ ৷ তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নেত্রী ৷ সেই কারণেই প্রচারে এসে জেএনইউ-এর প্রসঙ্গ তিনি টেনে এনেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :হামলা হলে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কে মরল দেখার দরকার নেই : রাহুল সিনহা

একই সঙ্গে অনুব্রত মণ্ডল সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘কে অনুব্রত মণ্ডল ? ওনার মাথায় পরিষ্কারভাবে অক্সিজেন পৌঁছাক । যখন ঠিকঠাক কথা বলতে পারবে । মানুষের মতো কথা বলতে পারবে । তখন ওনার কথার জবাব দেব । উনি দিদির পাসে পোষা গুন্ডা ।’’

জামুড়িয়ায় প্রচারে বাবুল সুপ্রিয়
Last Updated : Apr 16, 2021, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details