পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মা থাকলে আত্মবিশ্বাস পাওয়া যায়, মনোনয়ন জমা দিয়ে বললেন সায়নী - আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

বর্তমানে আসানসোলে মেয়ের সঙ্গেই রয়েছেন সুদীপা ঘোষ ৷ যদিও সায়নীর সঙ্গে ভোটের প্রচারে দেখা যায়নি তাঁকে ৷ মনোনয়ন জমা দেওয়ার পর সায়নী বললেন, "জীবনে যখনই কোনও বড় সিদ্ধান্ত নিয়েছি, বড় কাজ করতে গিয়েছি, মাকে সঙ্গে রেখেছি ।"

asansol dakshin tmc candidate Saayoni Ghosh filing nomination
asansol dakshin tmc candidate Saayoni Ghosh filing nomination

By

Published : Apr 5, 2021, 10:29 PM IST

Updated : Apr 6, 2021, 12:45 PM IST

আসানসোল, 5 এপ্রিল : মনোনয়ন জমা দিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ । আজ আসানসোল মহকুমা শাসকের দফতরে নিজের মনোনয়ন জমা দেন সায়নী । পরণে ছিল হলুদ শাড়ি ৷ বিএনআর মোড় থেকে মহকুমা শাসকের দফতর পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে আসেন । সায়নীর সঙ্গে ছিলেন তাঁর মা সুদীপা ঘোষ ।

বর্তমানে আসানসোলে মেয়ের সঙ্গেই রয়েছেন সুদীপা ঘোষ ৷ যদিও সায়নীর সঙ্গে ভোটের প্রচারে দেখা যায়নি তাঁকে ৷ মনোনয়ন জমা দেওয়ার পর সায়নী বললেন, "জীবনে যখনই কোনও বড় সিদ্ধান্ত নিয়েছি, বড় কাজ করতে গিয়েছি, মাকে সঙ্গে রেখেছি । কারণ মাকে সঙ্গে রাখলে অনেক বেশি আত্মবিশ্বাস পাওয়া যায় ।" মনোনয়ন জমা দিতে গেলেও প্রচারে মাকে সেভাবে নিয়ে যাবেন না বলে জানিয়েছেন সায়নী । সায়নী বললেন, "যারা আমার প্রচার দেখেছেন, তারা জানেন আমাকে অনেক ছোটাছুটি করতে হয় । আমার মা হার্টের রুগী । সেই কারণে মাকে নিয়ে প্রচারে যাওয়া যাবে না ৷"

মাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন সায়নী

আরও পড়ুন : সায়নীকে আক্রমণ অগ্নিমিত্রার, পাল্টা তৃণমূল প্রার্থীর

মেয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারাটা একেবারে নতুন অভিজ্ঞতা ৷ মেয়েকে পাশে নিয়ে বলছিলেন সায়নীর মা ৷ পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে অজানা কিছু কথা শেয়ার করলেন ৷ বললেন, "আমার ছেলের হার্টের অসুখ ছিল । মমতা বন্দ্যোপাধ্যায় তখন সাংসদ । রাজীব গান্ধি দেশের প্রধানমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার ছেলের চিকিৎসা চলছিল । আমার ছেলে আজ নেই ৷ তবে তখন থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান । ওনার জন্য আমার ছেলের চিকিৎসা হয়েছিল । তাই আমি চেয়েছিলাম মেয়ে রাজনীতিতে আসুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই আসুক ।"

রাজনৈতিক সন্ত্রাস চলছে ৷ তাতে কি ভয় হচ্ছে না ? সায়নী মাকে জড়িয়ে ধরে বললেন, "আমাদের জীবনে অনেক সংগ্রাম । বাবা কলকাতায় আছেন । আজ বাবা থাকলে ভাল লাগত । দাদাও নেই । অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি । তাই এসব কোনও বিষয় নয় ।"

Last Updated : Apr 6, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details