আসানসোল, 20 এপ্রিল : 2000 সালে তোলপাড় ফেলেছিল হিন্দি ছায়াছবি কহো না পেয়ার হ্যায় । হৃত্বিক রোশন আমিশা প্যাটেল অভিনীত এই ছবিতে বাবুল সুপ্রিয়র গাওয়া ‘কহো না পেয়ার হ্যায়’ টাইটেল সংটি গোটা দেশজুড়ে জনপ্রিয় হয় রাতারাতি । তারপর 21 বছর পেরিয়ে গেছে । বাবুল সুপ্রিয় এখন আসানসোলের বিজেপি সাংসদ । সেই শহরেই মঙ্গলবার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের হয়ে প্রচারে এসেছিলেন আমিশা প্যাটেল । প্রচারে এসে আমিশা বাবুলের গাওয়া সেই গানটিই গাইলেন ।
মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আসানসোলের হাইভোল্টেজ প্রার্থী মলয় ঘটকের প্রচারে এসেছিলেন মুম্বইয়ের অভিনেত্রী আমিশা প্যাটেল । ধাদকা এলাকায় প্রচার চলাকালীন মলয় ঘটককে পাশে দাঁড় করিয়েই আমিশা গেয়ে উঠলেন বাবুল সুপ্রিয়র গাওয়া ‘কহো না পেয়ার হ্যায়’ ৷ বিষয়টি যত সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয় । 2016 সালে বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ হওয়ার পর কার্যত তিনি শিল্পী হিসাবেও তৃণমূল থেকে প্রত্যাখ্যাত হয়েছেন । তার কোনও গান তৃণমূলের অনুষ্ঠানে বাজানো হয় না । এমনকি ভুল করে তাঁর গাওয়া রবীন্দ্র সংগীত বাজলেও সেটিও নেতারা বন্ধ করিয়ে দেন । আসানসোলের এতগুলো উৎসব হলেও গত সাত বছরে বাবুলকে কোনও উৎসবে আমন্ত্রণ জানায়নি তৃণমূল কংগ্রেস । সাংসদ হিসাবে তো নয়ই, এমনকি শিল্পী হিসাবেও নয় । বাবুল সুপ্রিয় অবশ্য মজা করে তৃণমূলের মঞ্চে উঠে গান গেয়ে দিয়ে এসেছেন । কিন্তু এবার একেবারে সরাসরি তৃণমূল প্রার্থীকে পাশে দাঁড় করিয়ে আমিশা প্যাটেল গেয়ে উঠলেন বাবুল সুপ্রিয়র গাওয়া জনপ্রিয় হিন্দি গান । বিষয়টি নিয়ে তৃণমূল নেতারা অবশ্য কোনও উক্তি করতে চাননি ।