আসানসোল, 30 মার্চ : প্রার্থীর বৈঠক চলাকালীন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর ঘটনায় ইন্ধন রয়েছে তৃণমূলের ব্লক সভাপতি উৎপল সিনহার । এমনই অভিযোগ এনেছেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । সম্প্রতি উৎপল সিনহার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে তিনি সরাসরি বিজেপি প্রার্থীকে রেলপারে ঢুকতে না দেওয়ার নিদান দিচ্ছেন তৃণমূল কর্মীদের । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, ওই ভিডিয়োর উষ্কানিতে হামলা চালানো হয়েছিল ।
গত বৃহস্পতিবার আসানসোল রেল পারে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যে বিজেপি কর্মীর বাড়িতে ওই বৈঠক চলছিল তার বাড়িতে কার্যত ইঁট বৃষ্টি হয় । গাড়ি ভেঙ্গে দেওয়া হয় । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তৃণমূলের আসানসোল উত্তর ব্লকের সভাপতি উৎপল সিনহা তৃণমূলের কোনও কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন ।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ,"ওই কর্মী সম্মেলন হামলার ঘটনার দুই দিন আগে হাজী রসুল কদম স্কুলে হয়েছিল । সেখানে উৎপল সিনহা তার দলীয় কর্মীদের উস্কানি দেয় এবং এই বক্তব্যের পর তৃণমূল কর্মীরা আমাদের বৈঠকে হামলা চালায় ।"