আসানসোল, 27জুন: অন্ডালের জামবাদ এলাকায় ধসেরফলে এক মহিলা মাটির তলায় তলিয়ে গিয়েছিলেন তার মৃতদেহ এখনও উদ্ধার হয়নি । এবারবারাবনিতেও ঘটল ধসের ঘটনা । চোখের সামনেই তলিয়ে গেল দুটি ডাম্পার ।ECLএর সালানপুর এরিয়ার বেগুনিয়া খোলামুখখনি চত্বরের ঘটনা। ধসের ফলে মাটির গর্ভে ঢুকে যায় দুটি ডাম্পার। ঘটনায় এক চালক আহতহয়েছেন ।
গতদেড় বছর আগেই সালানপুর এরিয়ার অন্তর্গত বেগুনিয়া এলাকায় খোলামুখ খনির কাজ শুরুহয় । উৎপাদন শুরু হয়েছে কয়েক মাস আগে । একটি ঠিকা সংস্থাকে দায়িত্ব দিয়েECLওই খনিতে কয়লা তোলার কাজ করছে । গতবৃহস্পতিবার রাতে এই খনি চত্বরে ধসের ঘটনা ঘটেছে । কিন্তু বিষয়টি জানতে দেওয়াহয়নি । গতকাল উদ্ধারকাজ শুরু হওয়ার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যছড়িয়ে পড়ে।
স্থানীয়বাসিন্দারা জানায় গত বৃহস্পতিবার রাতে খনি চত্বরেই একটি কয়লা ভরতি ডাম্পার এবংএকটি খালি ডাম্পার দাঁড়িয়েছিল । হঠাৎই ধসের ফলে দুটি ডাম্পার মাটির নিচে অনেকটাগভীরে ঢুকে যায় । একটি ডাম্পারের চালক বেগতিক বুঝে বেঁচে গেলেও অন্য গাড়ির চালকডাম্পারের সঙ্গে মাটির তলায় ঢুকে যায় ।
বিষয়টি জানাজানি হতেই ওইঠিকাসংস্থার লোকেরা উদ্ধারকাজ শুরু করে । গতকাল সকালে ডাম্পার চালককে উদ্ধার করাসম্ভব হয়েছে ।ECL-এর পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছে সুস্থ আছেন ওই চালক কিন্তু সূত্র থেকে জানাযাচ্ছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ওই চালককে ভরতি করা হয়েছে। তার নামস্বপন ঘোষ ।
ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি(DGMS)। তারা ঘটনাস্থান পরিদর্শন করেছে । ECL-এর পক্ষ থেকেও তদন্ত করে দেখা হচ্ছে কেন এই ঘটনা ঘটল ।