কুলটি, 12 সেপ্টেম্বর: বরাকরে যুবকের মৃত্যুর ঘটনায় উঠে আসছে নানা তথ্য ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে ৷ নতুন মাদক খাওয়ানোর লোভেই শাহবাজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাঁর দুই বন্ধু। তারপরেই গুলি করা হয়। এমনই দাবি, তার পরিবারের লোকেদের। কুলটি থানার বরাকর ফাঁড়িতে শাহবাজের পরিচিত তিন যুবক রাকেশ শর্মা,বান্টি মজুমদার ও মুকেশ শর্মার নামে অভিযোগ দায়ের করেছেন শাহবাজের বাবা সাবির আলম। ঘটনার প্রত্যক্ষদর্শী রাজা নামে জনৈক যুবকের দাবি, গুলি চালিয়েছিল বান্টিই।
শাহবাজের মা রাবিয়া বেগম বলেন, "আমার ছেলেকে ড্রাগ বিক্রি করার কাজে লাগাতে চাইছিল ওরা। কিন্তু আমার ছেলে রাজি ছিল না। ওরা হুমকি দিয়েছিল, দেখে নেবে। সেই কারণেই খুন করে দিল আমার ছেলেকে।" শুক্রবার বিকেলে রাকেশ এবং বান্টি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল শাহবাজকে ৷ এমনই জানিয়েছে শাহবাজের স্ত্রী সোহরাব পরভিন। তিনি জানান, বিকেলে ওরা এসে বলে চল নতুন ড্রাগস এসেছে। প্রথমে রাজি হয়নি শাহবাজ। কিন্তু একপ্রকার জোর করেই ডেকে নিয়ে যায়। পেট্রোল পাম্পের পাশের গলিতে নিয়ে গিয়ে মাথার পিছনে গুলি চালিয়ে খুন করা হয় শাহবাজকে।