পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা হয়েছে ডোবা ! গাছ লাগিয়ে প্রতিবাদ কংগ্রেসের - রাস্তার বেহাল দশা

রাস্তার হাল বেহাল ৷ বার বার বলেও পৌরনিগমের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷ গতকাল মাঝ রাস্তায় গাছ লাগিয়ে প্রতিবাদ কংগ্রেসের ৷

congress protests by planting trees
গাছ লাগিয়ে প্রতিবাদ কংগ্রেসের

By

Published : Aug 21, 2020, 8:06 AM IST

আসানসোল, 21 অগাস্ট : আগে ছিল রাস্তা, এখন শুধুই বড়বড় গর্ত । বর্ষায় জল জমে সেগুলি ডোবার চেহারা নিয়েছে । নিত্য ঘটছে দুর্ঘটনা । এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে কিছু লাভ হয়নি । প্রতিবাদ জানিয়ে রাস্তার উপরে গাছ লাগিয়ে বিক্ষোভ কংগ্রেসের । আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের বনসরাকডি এলাকার ঘটনা ।

খোদ আসানসোল শহরের খুব কাছে অবস্থিত হলেও উন্নয়নের দিক দিয়ে ব্রাত্য হয়ে পড়ে রয়েছে বনসরাকডি এলাকা । কোনও নাগরিক পরিষেবা নেই বলে এলাকাবাসীদের দাবি । 2 নম্বর জাতীয় সড়কের লিঙ্ক রোড হিসেবে পরিচিত রাস্তায় মানুষের যাতায়াত, সেই রাস্তাজুড়েই বড়বড় গর্ত । বর্ষার জল জমে সেই গর্তগুলি প্রায় ডোবায় পরিণত হয়েছে ৷ স্থানীয়রা জানান প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে । সাইকেল বা বাইক নিয়ে যাঁরা চলাচল করেন, তাঁরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন । খোদ পৌরনিগম এলাকাতেই কোনও উন্নয়ন নেই, অভিযোগ এলাকাবাসীর । পাশাপাশি আরও অভিযোগ, এলাকার কাউন্সিলরকে দেখতে পাওয়া যায় না ৷

গতকাল বেহাল রাস্তাকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে কংগ্রেস ৷ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি, সৌভিক মুখোপাধ্যায়, পরভেজ আলম-সহ অন্য কংগ্রেস কর্মীরা রাস্তায় নামেন । রাস্তায় গাছ পুঁতে প্রতিবাদ জানান । সৌভিক মুখোপাধ্যায় বলেন, "এখন তো রাস্তা বলে কিছু নেই, ডোবা ও মাঠ হয়ে গেছে । তাই গাছ লাগিয়ে গেলাম । আসানসোল পৌরনিগম বলছে সব কাজ নাকি হয়ে গেছে । কিন্তু কোথাও যে কাজ হয়নি এটাই তার প্রমাণ ।"

ABOUT THE AUTHOR

...view details