পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 24, 2021, 11:55 AM IST

ETV Bharat / state

চুল্লির পাইপ ফেটে বেরোচ্ছে ধোঁয়া, যত্রতত্র পিপিই কিট, নরক গুলজার দুর্গাপুর শ্মশান

দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে চিমনির কিছুটা অংশ ভেঙে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে মৃতদেহ দাহ করতে আসা মানুষদের । দূষিত হচ্ছে বাতাস ৷ শ্মশানে এখান-সেখান পড়ে থাকা পিপিই কিট থেকে বাড়ছে সংক্রমণের আশঙ্কা ৷ এই বিষয়ে কী বলছে প্রশাসন ? কবে মিটবে সমস্যা ?

দুর্গাপুরের শ্মশান
দুর্গাপুরের শ্মশান

দুর্গাপুর, 24 জুন : দুর্গাপুর পৌরনিগমে একমাত্র অনুমোদিত বৈদ্যুতিক চুল্লি আছে বীরভানপুর মহাশ্মশানে । এখানেই দিনের বেলা সাধারণ মৃতদেহ আর সন্ধ্যার পরে কোভিড আক্রান্ত মৃতদেহ দাহ করা হচ্ছে । কিন্তু শ্মশানের একমাত্র সচল বৈদ্যুতিক চুল্লির অবস্থা খুবই খারাপ ৷ চিমনির পাইপ ফেটে যাওয়ায় বের হচ্ছে ধোঁয়া । দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকাজুড়ে ।

শ্মশানের কর্মরত ম্যানেজার জানান, বেশ কিছুদিন আগেই চুল্লির চিমনি ফেটে গেলেও দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে প্রত্যেকদিন অনেক মৃতদেহ দাহ করা হয় ৷ তবে ইদানিং চিমনির কিছুটা অংশ ভেঙে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে মৃতদেহ দাহ করতে আসা মানুষদের । দূষিত হচ্ছে বাতাস ৷

এ তো গেল চিমনি ভাঙার কথা ৷ অন্যদিকে দেখা যাচ্ছে শ্মশানের সীমানার মধ্যেই যত্রতত্র পড়ে রয়েছে পিপিই কিট ও মৃতদেহের সঙ্গে থাকা কাপড়-জামা ৷ কোভিড আক্রান্ত মৃতদেহ দাহ করতে এসে পিপিই কিট পরে দাহ করার যাবতীয় কাজ সম্পন্ন করার পর সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হচ্ছে ৷ এর থেকে বাড়ছে সংক্রমণের আশঙ্কা ৷

দুর্গাপুর পৌরনিগমের মেয়র দিলীপ অগস্থিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনওরকম সমাধানের কথা না বলে বিষয়টি এড়িয়ে যান ৷ কবে ঠিক হবে পরিস্থিতি তা বোঝা যায়নি তাঁর কথায় ৷

আরও পড়ুন :শ্মশানে পরিকাঠামোর অভাব, সঙ্গে বৃষ্টি ; শবদাহে সমস্যা

ABOUT THE AUTHOR

...view details