দুর্গাপুর, 24 জুন : দুর্গাপুর পৌরনিগমে একমাত্র অনুমোদিত বৈদ্যুতিক চুল্লি আছে বীরভানপুর মহাশ্মশানে । এখানেই দিনের বেলা সাধারণ মৃতদেহ আর সন্ধ্যার পরে কোভিড আক্রান্ত মৃতদেহ দাহ করা হচ্ছে । কিন্তু শ্মশানের একমাত্র সচল বৈদ্যুতিক চুল্লির অবস্থা খুবই খারাপ ৷ চিমনির পাইপ ফেটে যাওয়ায় বের হচ্ছে ধোঁয়া । দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকাজুড়ে ।
শ্মশানের কর্মরত ম্যানেজার জানান, বেশ কিছুদিন আগেই চুল্লির চিমনি ফেটে গেলেও দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷
দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে প্রত্যেকদিন অনেক মৃতদেহ দাহ করা হয় ৷ তবে ইদানিং চিমনির কিছুটা অংশ ভেঙে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে মৃতদেহ দাহ করতে আসা মানুষদের । দূষিত হচ্ছে বাতাস ৷