আসানসোল, 8 ফেব্রুয়ারি: আমন্ত্রণপত্র থেকে শুরু করে মঞ্চের ব্যানার৷ সর্বত্রই লেখা ছিল নাম৷ রাখা হয়েছিল নেমপ্লেট-সহ আলাদা চেয়ার। তারপরও রেলের উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। আর তার জেরেই বিধায়ককে নিশানা করলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে উজ্জ্বলের জন্য বরাদ্দ চেয়ারেই নেমপ্লেট, ফুলের তোড়া, জলের গ্লাস রেখে দিলেন তিনি৷ মঞ্চে বক্তব্য় পেশের সময় এই প্রসঙ্গে বাবুল বলেন, ‘‘জয় শ্রীরাম ধ্বনির ভয়েই অনুষ্ঠানে আসেননি উজ্জ্বল চট্টোপাধ্যায়৷’’
সোমবার আসানসোল রেল ডিভিশনের সীতারামপুর রেল স্টেশনে একটি শৌচালয় ও একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন বাবুল সুপ্রিয়। এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম ছিল কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়েরও। এমনকী মঞ্চের ব্যানারেও তাঁর নাম দেখা যায়। তারজন্য নির্দিষ্ট আসনও সংরক্ষিত ছিল। তারপরও অনুষ্ঠানে গরহাজির থাকেন উজ্জ্বল৷