আসানসোল, 7 মে : করোনা ভাইরাসের দাপটে রাজ্যে ত্রাহি ত্রাহি রব ৷ এই পরিস্থিতিতে পরাজিত হয়েও করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে বামেরা তৈরি করেছে রেড ভলেন্টিয়ার। তৃণমূলও পিছিয়ে নেই ৷ করোনা রোগীদের সহায়তা করতে তাদের কর্মী সমর্থকরাও মাঠে নেমে পড়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ সেখানে বিজেপি কর্মী সমর্থকদের এখনও পর্যন্ত দেখা নেই। এবিষয়ে আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়কে জিজ্ঞাসা করা হলে তাঁর স্পষ্ট জবাব " নির্বাচনের পরে বিজেপির যা অবস্থা হয়েছে তাতে বিজেপির কর্মী সমর্থকরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে তাদেরকে নিয়ে কোভিড ভলেন্টিয়ার গড়া অসম্ভব। সংবাদমাধ্যমের সামনে আমার অসহায়তার কথা স্বীকার করতে অসুবিধা নেই ৷ "
নির্বাচনী হারের পর বাবুল সুপ্রিয় বলেছিলেন জনগণের এই রায়কে তিনি সম্মান করেন না ৷ পাশাপাশি প্রতিদিনই তিনি দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷ সে প্রসঙ্গে বললেন, " মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর যা শুরু হয়েছে , তাতে বিজেপি কর্মীরা এদিক ওদিক পালিয়ে বাঁচতে চাইছে ৷ উনি যদি মনে করেন দেশে কোনও সংবিধান নেই , তাহলে উনি ভুল ভাবছেন ৷ ওনার রাজধর্ম পালন করা উচিত ৷ "
মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন করা উচিত, তোপ আসানসোলের মানুষ তাদের সাংসদকে কাছে পেয়ে বিরোধী শিবিরের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন তাঁর সামনে ৷ ফলে প্রশ্ন ওঠে কোভিড বিধি না মানা নিয়ে ৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, " যেভাবে মানুষজন এসে তাদের অত্যাচারের কথা আমাদের শোনাচ্ছেন , অভিযোগ জানাচ্ছেন , তাতে সত্যিই সামাজিক দূরত্ববিধি পালন করা যাচ্ছে না ৷ কিন্তু এক্ষেত্রে আমার কিছু বলার নেই ৷ " পুলিশ প্রশাসনের দিকেও আঙুল তুলেছেন আসানসোলের সাংসদ ৷ তাঁর অভিযোগ, " আমাদের ছেলেরা ঘরছাড়া, অত্যাচারিত, সবাই এদিক ওদিক হয়ে গেছে। এই মুহূর্তে তাদের একজোট করে বাড়ি ফেরানো উচিত ৷ সেই নিরিখে পুলিশের উচিত একটা তালিকা বানিয়ে তাদের ঘরে ফেরাতে সাহায্য করা ৷ কিন্তু পুলিশ ফোন ধরছে না ৷ ফলে কিভাবে তাদের বাড়িতে ফেরাবো সেটাই এখন বড় প্রশ্ন ৷ "
আরও পড়ুন :আমরা ঘুরে দাঁড়াবই, আসানসোল থেকে বার্তা বাবুলের
প্রসঙ্গত, গতকাল আসানসোলের জেলা কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্যরা। বিজেপি সূত্রে খবর, সেই রুদ্ধদ্বার বৈঠকে দলের পরাজয় নিয়ে বিস্তর আলোচনাও হয় ৷ কিন্তু এই বৈঠকে কেন কোনও কোভিড প্রটোকল মানা হলনা সেই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির ৷