আসানসোল, 25 এপ্রিল: সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকাকালীন আসানসোলের কুমারপুরে একটি রেল সেতু নির্মাণের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন বাবুল সুপ্রিয় । গত দু'বছরের সেই কাজ ঢিমে তালে হয়েছে । কয়েকমাস আগেই আসানসোলে দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন মার্চ মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে । কিন্তু মার্চ গড়িয়ে এপ্রিল এলেও কাজ শেষ হওয়া তো দূরের কথা, তা শেষ হতে এখনও ঢের দেরি । সেই কাজ কতটা হয়েছে তা দেখতেই সোমবার সন্ধ্যায় আসানসোলের কুমারপুরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় । শুধু তাই নয়, তিনি আসানসোল রেল ডিভিশনে গিয়ে ডিআরএমের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন । বাবুল সুপ্রিয় রেল ও সেলের যৌথ প্রচেষ্টায় যে রেল সেতুর কাজ হচ্ছে, তা ঠিকঠাকভাবেই হচ্ছে বলে জানান ।
পাশাপাশি এদিন তিনি অগ্নিমিত্রা পলের মন্তব্য নিয়ে বলেন, "রেলসেতুর বিষয় নিয়ে উনি কিছুই জানেন না । আগে উনি একটু পড়াশুনা করুন । তারপর কথা বলবেন বিষয়টা নিয়ে ৷" রেলসেতুর কাজ পরিদর্শন করার পর বাবুল জানান, আগামী 1 থেকে দেড় বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে ৷ রেল এবং সেল যৌথভাবে কাজ করছে ৷ ভালোভাবেই কাজ হচ্ছে ৷