আসানসোল, ১৮ মার্চ : তিনি গায়ক। সাংসদ বা মন্ত্রী হলেও এটাই তাঁর পরিচয়। নির্বাচনী প্রচারের জন্য গান গাইলেন বাবুল সুপ্রিয়। এই নির্বাচনী গান ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে। "ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল" এই শিরোনামেই নির্বাচনী গান প্রকাশ হল।
"এই তৃণমূল আর না", নির্বাচনী গান বাবুলের - mp
ভোট মানেই দেওয়াল লিখন, বাক যুদ্ধ। সেই তালিকায় নতুন সংযোজন গান।
ভোট মানেই দেওয়াল লিখন, বাক যুদ্ধ। CPI(M) পথ নাটক করে ভোটের লড়াইয়ে নামত। তৈরি হত নাটক, গান। কিন্তু প্রতিপক্ষ যখন ডাকসাইটে বলিউডি গায়ক। তখন লড়াইয়ের মাঠ গানে জমজমাট হবে। আসানসোলের বিদায়ি সাংসদ বাবুল সুপ্রিয় তাঁর নির্বাচনী লড়াইয়ে গানকেই হাতিয়ার করেই নামতে চলেছেন। কয়েকদিন ধরেই যে স্লোগান BJP কর্মীদের মুখে মুখে, সেই স্লোগানই এবার গান হয়ে উঠল। "এই তৃণমূল আর না" শীর্ষক গানে বাংলার ক্ষমতাসীন শাসকদলের বিরুদ্ধে তীব্র বিষোদগার করলেন বাবুল সুপ্রিয়।
মুম্বইয়ে রেকর্ডিং করে এই গান জনসমক্ষে নিয়ে আসা হয়েছে। বাবুল সুপ্রিয় জানান, গানটিতে বর্তমান তৃণমূল সরকারের সমস্ত চালচিত্র তুলে ধরা হয়েছে।