পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Stampede: অমানবিক শুভেন্দু ! মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কটাক্ষ বাবুল-সায়নীর - মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর

আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Asansol Stampede) আহত ও মৃতদের পরিবারকে আগেই ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয় ৷ রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের একটি দল।

Asansol Stampede
মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের একটি দল

By

Published : Dec 18, 2022, 6:47 PM IST

শুভেন্দুকে 'অমানবিক' বললেন তৃণমূল নেতারা

আসানসোল, 18 ডিসেম্বর: আসানসোলে কম্বল নিতে গিয়ে পদপিষ্ট (Asansol Stampede) হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়েও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন একবারের জন্য ফিরে গেলেন না এলাকায় বা হাসপাতালে ? এমনই প্রশ্ন তুলল বাবুল সুপ্রিয় (Babul Supriyo), সায়নী ঘোষ (Saayoni Ghosh), শশী পাঁজা (Shashi Panja)-সহ তৃণমূলের প্রতিনিধি দল । ঘটনার দিন তিনি ওই ঘটনাস্থল থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ আসানসোলে ছিলেন ৷ তারপরেও তিনি একবারের জন্য খোঁজ নিতে যাননি ওই এলাকায় ৷ এই ঘটনায় শুভেন্দুকে 'অমানবিক' বলে চিহ্নিত করলেন তৃণমূল নেতারা ।

সমবেদনা জানান ও আর্থিক সাহায্য করেন তৃণমূল

এদিন আসানসোলে এসে কম্বলকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল । ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, শশী পাঁজা, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক ৷ এছাড়াও ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এবং বিবেক গুপ্ত । তাঁরা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন । পাশাপাশি সমবেদনা জানান এবং আর্থিক সাহায্য করেন দলের পক্ষ থেকে ।

রবিবার পরিবারগুলোর সঙ্গে দেখা করার পর একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতারা । সেখানে সায়নী ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে নাটক করেন, মঞ্চে বসে থাকেন ৷ তাঁর কর্মীরা নাকি বাড়ি না-গেলে তিনি মঞ্চ ছাড়বেন না । অথচ সেদিন ঘটনার কথা জেনেও তিনি আসানসোলে থেকেও একবার এলাকায় গেলেন না । মানুষগুলোর পাশে দাঁড়ালেন না ।"

আরও পড়ুন:শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে আহত ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ রাজ্য়ের

একই সুরে কথা বলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "শুভেন্দু অধিকারী যখন কলকাতা ফিরে যাচ্ছেন তখন তাঁর কাছে নিশ্চয়ই খবর পৌঁছেছে । বিভিন্ন মিডিয়ায় তখন খবর প্রকাশিত হয়েছে তিনজন মারা গিয়েছে । সারা রাস্তা শুভেন্দু বাবুর কী একবারও বিবেকের দংশন হয়নি ?" পাশাপাশি বাবুল সুপ্রিয় এদিন শুভেন্দু অধিকারীর গ্রেফতারির সম্ভাবনা প্রসঙ্গ উসকে দিয়ে বলেন, "কলকাতা হাইকোর্ট কিন্তু তাঁকে গ্রেফতার করতে না করেনি এবং তিনি বিরোধী দলনেতা বলে তাঁর কোন রক্ষাকবজ নেই, যে তাঁকে গ্রেফতার করা যাবে না ৷"

আরও পড়ুন:আসানসোলে পদপিষ্টের ঘটনায় হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details