আসানসোল, 18 ডিসেম্বর: আসানসোলে কম্বল নিতে গিয়ে পদপিষ্ট (Asansol Stampede) হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়েও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন একবারের জন্য ফিরে গেলেন না এলাকায় বা হাসপাতালে ? এমনই প্রশ্ন তুলল বাবুল সুপ্রিয় (Babul Supriyo), সায়নী ঘোষ (Saayoni Ghosh), শশী পাঁজা (Shashi Panja)-সহ তৃণমূলের প্রতিনিধি দল । ঘটনার দিন তিনি ওই ঘটনাস্থল থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ আসানসোলে ছিলেন ৷ তারপরেও তিনি একবারের জন্য খোঁজ নিতে যাননি ওই এলাকায় ৷ এই ঘটনায় শুভেন্দুকে 'অমানবিক' বলে চিহ্নিত করলেন তৃণমূল নেতারা ।
এদিন আসানসোলে এসে কম্বলকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল । ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, শশী পাঁজা, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক ৷ এছাড়াও ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এবং বিবেক গুপ্ত । তাঁরা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন । পাশাপাশি সমবেদনা জানান এবং আর্থিক সাহায্য করেন দলের পক্ষ থেকে ।
রবিবার পরিবারগুলোর সঙ্গে দেখা করার পর একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতারা । সেখানে সায়নী ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে নাটক করেন, মঞ্চে বসে থাকেন ৷ তাঁর কর্মীরা নাকি বাড়ি না-গেলে তিনি মঞ্চ ছাড়বেন না । অথচ সেদিন ঘটনার কথা জেনেও তিনি আসানসোলে থেকেও একবার এলাকায় গেলেন না । মানুষগুলোর পাশে দাঁড়ালেন না ।"