আসানসোল, 10 জানুয়ারি: দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আসানসোলবাসী ৷ কুমারপুরে জিটি রোডের উপরে রেল লাইন মাথা ব্যাথার কারণ তাদের । ইস্কো কারখানার মাল পরিবহণের জন্য মাঝেমধ্যেই ট্রেন চলাচল করে এই লাইন দিয়ে । যার ফলে জিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় । আসানসোলের সাংসদ নির্বাচিত হওয়ার পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনিই উদ্যোগ নেন এই রেল লাইনের উপর উড়ালপুল বানানোর । কাজও শুরু হয় দ্রুত গতিতে । কিন্তু সম্প্রতি বাবুল সুপ্রিয় দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ আর তারপর থেকেই কাজের গতি মন্থর হয়ে গিয়েছে বলে অভিযোগ । বর্তমানে আর তেমন কাজ হচ্ছে না । আদৌ কবে সম্পূর্ণ হবে এই উড়ালপুলের কাজ, কেউ জানে না।
2016 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আসানসোল বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কুমারপুরে উড়ালপুল নির্মাণে উদ্যোগী হন ।আসানসোলের মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা মেটাতে তিনি রেলমন্ত্রক ও ইস্পাত মন্ত্রক থেকে টাকা মঞ্জুর করিয়েছিলেন । রেলের পক্ষ থেকে 30 ও সেলের পক্ষ থেকে 30 অর্থাৎ মোট 60কোটি টাকা এই কাজের জন্য বরাদ্দ করা হয় । 2018 সাল থেকে কাজ শুরু হয় ।
তবে কাজ শুরু হওয়াও এত সহজ ছিল না । সেইসময় শাসক দলের তরফে হকার উচ্ছেদের বিষয় তুলে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । বাবুলকে কালো পতাকাও দেখানো হয় । পাশাপাশি যেহেতু শহরের ভিতরে সেতু, তা নিয়ে রাজ্য কেন্দ্র জটিলতা তৈরি হয় ৷ সেতু কতটা চওড়া হবে তা নিয়ে তরজা হয় । বাবুল সুপ্রিয় সব বিষয়ে নিজে উদ্যোগী হয়ে সমস্ত সমস্যার সমাধান করে কাজ শুরু করেন । ঠিক হয় 2021 সালেই উড়ালপুল তৈরির কাজ শেষ হবে । কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি (Kumarpur flyover work halted) ৷ আর তা নিয়েই রাজনৈতিক শিবিরেও চলছে জলঘোলা । বাম নেতৃত্বের দাবি, কুমারপুর উড়ালপুলের নির্মাণ থমকে যাওয়া রাজনৈতিক শিকার । সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, "দলবদলের এই রাজনীতির কারণেই আসানসোলে এমন বহু উন্নয়ন থমকে গিয়েছে । সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ।"