পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: 'রাজ্যপাল এই রাজ্যে অ-আ-ক-খ শিখতে এসেছেন', কটাক্ষ বাবুল সুপ্রিয়ের - Babul Supriyo Latest news

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ একসময় তিনি এই লোকসভা কেন্দ্রে বিজেপি'র সাংসদ ছিলেন ৷ প্রচারে তিনি রাজ্যপালের কড়া সমালোচনা করেন ৷ বাবুলের দাবি, রাজ্যপাল ইতিহাস সম্বন্ধে কিছু জানেন না ৷

ETV Bharat
বাবুল সুপ্রিয়

By

Published : Jul 7, 2023, 11:09 AM IST

নির্বাচনী প্রচারের শেষবেলায় তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যপালের সমালোচনা করেন

দুর্গাপুর, 7 জুলাই: "রাজ্যপাল যদি তাঁর কালো চশমাটা খুলে ফেলেন, তাহলে সবকিছু পরিষ্কার দেখতে পাবেন ৷ মানে সব দলকে দেখতে পাবেন ৷ তিনি মানুষের জন্য কাজ করছেন না। বিজেপির জন্য কাজ করছেন"। এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বৃহস্পতিবার বিকেল 5টায় পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শেষ হয় ৷ বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামে প্রচার সারতে আসেন একসময়ে এলাকার বিজেপি সাংসদ বাবুল ৷

স্বভাবত, তাঁকে দেখতে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমায় ৷ তার মধ্যে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীদের নিয়ে রোড শো করেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ পরে সাংবাদিকদের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে কটাক্ষ করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতা ৷ বাবুল বলেন, "রাজ্যপাল সম্পর্কে কোনওরকম অবমাননাকর কথা বলা কারও উচিত নয় । তবু এটা বলতেই হবে, রাজ্যপাল অন্ধের মতো পক্ষপাতিত্বমূলক আচরণ করে চলেছেন ৷ তিনি নিরপেক্ষ আচরণ বজায় রাখলে রাজ্যপাল পদের গরিমা বজায় রাখার পাশাপাশি প্রাপ্য সম্মান পাবেন ৷

আরও পড়ুন: রাজ্যের 60 হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে সংশয়ে কমিশন

তবে বাবুলের কথায়, "তিনি এমন কিছু কাজ করছেন, যাকে অতিসক্রিয়তা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অতিসক্রিয়তা ছাড়া আর কিছু বলব না ৷" এরপর পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রসঙ্গ তুলে তৃণমূল বিধায়ক রাজ্যপাল সম্পর্কে জানান, তিনি ইতিহাস নিয়ে কিছু জানেন না ৷ সত্যিই তিনি রাজ্যে অ-আ-ক-খ শিখতে এসেছেন ৷

মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সংকটও বাদ যায়নি বাবুলের বক্তব্য থেকে ৷ এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভ্রষ্টাচারের প্রতীক বলে কটাক্ষ করেন ৷ তৃণমূল বিধায়ক বলেন, "সব চোরদেরকে নিজেদের দলে নিয়ে নরেন্দ্র মোদি এখন নীলকণ্ঠ সাজতে চাইছেন ৷ বিজেপিকে এখনও ওয়াশিং মেশিন বললে ওয়াশিং মেশিনকেও অপমান করা হয় ৷"

গায়ক-নেতা বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রে দু'বারের বিজয়ী বিজেপি সাংসদ ৷ গেরুয়া শিবিরের হয়ে দু'বার প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন ৷ 2019 সালে 2 লক্ষ ভোটে তৃণমূল প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনকে পরাজিত করেন ৷ এরপর বিজেপি সাংসদ দলত্যাগ করেন এবং তৃণমূলে যোগ দেন ৷

আরও পড়ুন: দিনহাটায় গুলিবিদ্ধ 3 বিজেপি সমর্থক, আহত আরও 2

বাবুলের ছেড়ে আসা আসনে উপনির্বাচন হলে সেখানে জয়ী হন বলি-তারকা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ তিনি তাঁর নিকটতম বিজেপি প্রার্থীকে তিন লক্ষ ভোটে পরাজিত করেছিলেন ৷ বাবুল সুপ্রিয় জানিয়ে দেন, তার মানে মোট পাঁচ লক্ষ ভোটে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা জয়লাভ করেছেন ৷ বাবুলের দাবি, তিনি বিজেপির জন্য নন ৷ মানুষের কাছে নিজের জনপ্রিয়তা এবং ব্যবহার দিয়ে আসানসোলের মানুষের মন জয় করে নিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details