দুর্গাপুর, 7 জুলাই: "রাজ্যপাল যদি তাঁর কালো চশমাটা খুলে ফেলেন, তাহলে সবকিছু পরিষ্কার দেখতে পাবেন ৷ মানে সব দলকে দেখতে পাবেন ৷ তিনি মানুষের জন্য কাজ করছেন না। বিজেপির জন্য কাজ করছেন"। এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বৃহস্পতিবার বিকেল 5টায় পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শেষ হয় ৷ বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামে প্রচার সারতে আসেন একসময়ে এলাকার বিজেপি সাংসদ বাবুল ৷
স্বভাবত, তাঁকে দেখতে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমায় ৷ তার মধ্যে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীদের নিয়ে রোড শো করেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ পরে সাংবাদিকদের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে কটাক্ষ করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতা ৷ বাবুল বলেন, "রাজ্যপাল সম্পর্কে কোনওরকম অবমাননাকর কথা বলা কারও উচিত নয় । তবু এটা বলতেই হবে, রাজ্যপাল অন্ধের মতো পক্ষপাতিত্বমূলক আচরণ করে চলেছেন ৷ তিনি নিরপেক্ষ আচরণ বজায় রাখলে রাজ্যপাল পদের গরিমা বজায় রাখার পাশাপাশি প্রাপ্য সম্মান পাবেন ৷
আরও পড়ুন: রাজ্যের 60 হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে সংশয়ে কমিশন
তবে বাবুলের কথায়, "তিনি এমন কিছু কাজ করছেন, যাকে অতিসক্রিয়তা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অতিসক্রিয়তা ছাড়া আর কিছু বলব না ৷" এরপর পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রসঙ্গ তুলে তৃণমূল বিধায়ক রাজ্যপাল সম্পর্কে জানান, তিনি ইতিহাস নিয়ে কিছু জানেন না ৷ সত্যিই তিনি রাজ্যে অ-আ-ক-খ শিখতে এসেছেন ৷