আসানসোল, 25 নভেম্বর : বিজেপি ছেড়ে সাংসদ পদ ত্যাগ করার পর বাবুল ফের এলেন আসানসোলে (Former Asansol BJP MP Babul Supriyo in Asansol) । তবে এবার তৃণমূলের নেতা হিসেবে ৷ ঘাসফুলে যোগ দিয়ে প্রথমবার দলীয় কর্মসূচিতে আসানসোলে প্রাক্তন বিজেপি সাংসদ । এখানে তিনি সাংবাদিকদের কাছে বঙ্গ বিজেপিকে তুলোধনা তো করলেনই ৷ পাশাপাশি দিলীপ ঘোষকে 'আহাম্মক' বলে কটাক্ষ করলেন ৷
আসানসোলের পাঁচগাছিয়াতে বাবুল সুপ্রিয় বলেন, "আসানসোলের মানুষ চিরকালই আমার জন্য স্পেশ্যাল থাকবে । আমি অভিষেককে অনুরোধ করেছিলাম, যে এঁদের সঙ্গে আমার যে অম্লমধুর সম্পর্ক ৷ আসানসোলে গিয়ে এঁদের সঙ্গে বসে চা, শিঙাড়া, মাংসের চপ খেয়ে, নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া উচিত ।"
বঙ্গ বিজেপি প্রসঙ্গে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় বলেন, "তথাগত রায়ের সঙ্গে আমার মতান্তর হতে পারে । এটাও আমি জানি যে দলবদল করে আমি কোনও ইতিহাস সৃষ্টি করিনি । কিন্তু তিনি পশ্চিমবঙ্গ বিজেপি সম্পর্কে যা বলেছেন, তা ১২০ শতাংশ সত্য । এই খেয়োখেয়ি, নোংরামি, বাঙালি কাঁকড়ার উৎকৃষ্টতম উদাহরণ ৷ যাঁরা অফিসটাতে বসে আছেন, তাঁদের সঙ্গে কোনওভাবে আমি যুক্ত হতে চাই না ।"
আরও পড়ুন : Sukanta Majumdar on Tathagata Roy : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত
বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী আসানসোলে এসে প্রাক্তন বিজেপি সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ফের তিনি আসানসোলের সাংসদ হয়ে দেখান । এ নিয়ে অবশ্য খুব একটা মাথাব্যথা নেই বাবুলের, বরং দিলীপ ঘোষের বুদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷ বাবুল বলেন, "ওনার জন্মদিন, আমার জন্মদিন একদিনে । ১৫.১২.৭০ । অথচ তিনি এটুকু বুঝতে পারছেন না, যে একজন সাংসদ লোকসভায় বড় মাপে জেতা সিট, সে মাঝপথে ছেড়ে দিল, আবার সেখানেই এসে দাঁড়াবে ? তাঁর থেকে এইটুকু রাজনৈতিক বুদ্ধি তো আশা করা যায় । কিন্তু ইদানীং আলটপকা কমেন্ট করছেন শুভেন্দু অধিকারী । আমি সব কথার উত্তর দেব কেন ?"
তিনি দিলীপ ঘোষকে 'আহাম্মক' বলে আখ্যা দিয়ে বলেন, "আমি আহাম্মকদের নিয়ে কোনও কথা বলতে চাই না । উনি বাঙালি মননের একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর । ওনার বাণী না শুনলে মনে হয় কাগজে কোথাও একটা কিছু খালি থেকে গেল। দিলীপদা কিছু না বললে অনেক কাগজে নাকি সাদা জায়গা খালি ছেড়ে দেওয়া হয় ৷"
তথাগত রায়ের বঙ্গবিজেপি নিয়ে বক্তব্যকে সমর্থন বাবুল সুপ্রিয়র আরও পড়ুন : TMC Agitation at Bjp Office: সায়নীর গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের
অগ্নিমিত্রার সাম্প্রতিককালে টুইট প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ''বিজেপি যদি মনে করে রাজনৈতিক হিংসা খারাপ জিনিস, তাহলে ত্রিপুরায় তারা একই জিনিসের পুনরাবৃত্তি করছে কেন ?" এই প্রসঙ্গে তিনি ত্রিপুরায় তাঁর গাড়িতে পাথর ছোড়া, সায়নী ঘোষকে আক্রমণ করা, তাঁকে থানায় একদিন সারারাত থানায় আটকে রাখার ঘটনা মনে করিয়ে দেন ৷ অগ্নিমিত্রাকে তাঁর বন্ধু বলে স্বীকৃতি দিয়ে বাবুল বলেন, "অগ্নিমিত্রা আমার বন্ধু হতে পারে, কিন্তু এটা এক ধরনের উস্কানিমূলক টুইট ৷ এটা খানিকটা দায়িত্বজ্ঞানহীনতা । একে খুব বেশি গুরুত্ব দিতে চাই না ৷"