পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Babul Slams BJP: কেন্দ্রের বাঙালি বঞ্চনা ! 'হয়তো অন্য কারও ভাগ্য খুলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবুলের - no bengali minister in cabinet

রবীন্দ্রজয়ন্তীতে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ নিয়ে বাবুল কটাক্ষ করে জানালেন, বিজেপি বাঙালিয়ানা থেকে অনেক দূর ৷ এমনকী গত ন'বছরে বিজেপি সরকারে কোনও বাঙালিকে মন্ত্রী করা হয়নি ৷

Babul over Amit Shah
বাবুল সুপ্রিয়

By

Published : Apr 25, 2023, 8:19 AM IST

রবীন্দ্রজয়ন্তীতে অমিত শাহের বঙ্গে আসা নিয়ে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়

আসানসোল, 25 এপ্রিল: "আমি এটা বারবার বলছি বলে হয়তো কারও ভাগ্য খুলে যাবে", কেন্দ্রে কোনও বাঙালিকে মন্ত্রী না-করা নিয়ে এই মন্তব্য করলেন বাবুল সুপ্রিয় ৷ সাংবাদিকদের কাছে তিনি বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনার কথা তুলে ধরতে গিয়ে জানালেন, গত ন'বছরে তাঁকে তো পূর্ণমন্ত্রী করাই হয়নি ৷ এমনকী বাংলার কোনও বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়নি ৷

বিজেপি সরকারে বাঙালি মন্ত্রী বিষয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷ বাবুল বলেন, "আমি এটা নিয়ে বারবার বলছি বলে হয়তো দেখবেন, এদের মধ্যে কারও ভাগ্য হয়তো খুলে যাবে ৷ বাবুলকে আমরা দিইনি কিন্তু অন্য একজনকে মন্ত্রী করলাম ৷ এটা প্রমাণ করার জন্য তাঁকে ক্যাবিনেটে স্থান দেওয়া হবে ৷ আমি বলার জন্য অন্য কারও ভাগ্য খুলতে পারে ৷"

তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, "ওরা বাঙালিয়ানা থেকে অনেক দূরে ৷ 25 বৈশাখ এখানে এসে রবীন্দ্রসংগীত শুনলে আর গানের সঙ্গে নাচ দেখলেই কি বাঙালির কাছাকাছি পৌঁছনো যায় ? 70:30 -এর রাজনীতি এখানে চলবে না ৷" প্রসঙ্গত, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ 25 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে 'খোলা হাওয়া'র অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ এই অনুষ্ঠানের আয়োজক খোলা হাওয়া সংগঠন ৷ ইতিমধ্যে এই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

রবিবার বাবুল এই সংগঠন প্রতিষ্ঠা করা নিয়ে একটি টুইট করে জানান, "খোলা হাওয়া সংগঠনটি আমি ও স্বপন দাশগুপ্ত মিলে করেছিলাম ৷ 'খোলা হাওয়া' নামকরণ, লোগো ও লেটারহেড-ও আমিই বানিয়েছিলাম ৷ আমার নিজের আর্টিস্ট অভিজিৎকে দিয়ে, অঞ্জনা মিত্র, শংকু পাণ্ডা সক্রিয় ভূমিকা নিয়েছিল ৷" এরপর তিনি বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন, "দিলীপদা প্রাণ দিয়ে বাধা দিয়েছিলেন ৷ তাও কত অবদান রেখে গিয়েছি বিজেপিতে ৷" এদিনও তাঁর কথায় এই আক্ষেপই শোনা গেল ৷

দিলীপ ঘোষের নাম না-নিয়ে তিনি বলেন, "আমাদের তৎকালীন সভাপতি মন-প্রাণ দিয়ে ওটা বন্ধ করতে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ৷ তৎকালীন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর বাড়িতে খাওয়াদাওয়া হয়েছিল ৷ সেখানে মাংসটা আমিই নিয়ে গিয়েছিলাম ৷" তাঁর দাবি, তখন যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অনেকে বিজেপি পার্টির থেকে দূরে সরে গিয়েছে ৷ খোলা হাওয়া নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী, "আমার এই কথা জানার পরে ওরা হয়তো চটপট লোগোটা বদলানোর চেষ্টা করবে ৷ কিন্তু নামটা এখন আর কিছু করতে পারবে বলে মনে হয় না ৷ কারণ সব জায়গায় ঘোষণা হয়ে গিয়েছে 'খোলা হাওয়া'র ব্যানারেই হচ্ছে ৷" তবে বিজেপির সঙ্গে বাঙালির সম্পর্ক প্রসঙ্গে বাবুলের কথায়, "বাঙালিয়ানা থেকে ওরা অনেক দূর, তাই বাঙালিদের কথায় ওরা ভরসা করেন না ৷ আমি সাহস দেখিয়েছিলাম ৷ আমার মনে হয়েছিল বাঙালিদের প্রতি এটা অন্যায় করা হয়েছে ৷ আট বছর ধরে নিষ্কলঙ্কভাবে কাজ করার পরেও আমাকে বা অন্য কাউকে ক্যাবিনেটে স্থান দেয়নি ওরা ৷"

আরও পড়ুন: লোকসভা ভোটই পাখির চোখ বিজেপির, রবীন্দ্রজয়ন্তীতে ফের বাংলায় অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details