আসানসোল, 11 জুন : লোকসভা নির্বাচনে আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের নির্বাচনী প্রচারের জন্য তৃণমূলের তরফে পোস্টার, হোর্ডিং লাগানো হয়েছিল । সেগুলি খুলে নিতে আবেদন করলেন নেতা তথা সাংসদ বাবুল সুপ্রিয় । তিনি বলেন " চারিদিকে যে মুনমুন সেন, সুচিত্রা সেনের পোস্টার, হোর্ডিং লাগিয়ে রেখেছেন, সেগুলো সরিয়ে দিন । মুনমুন সেনকে আপনারা রেখে দিন । আপনারা হেরে গেছেন । মানুষ যে আপনাদের প্রত্যাখান করেছে সেটা মনে থাকবে । সুচিত্রা সেনকে আর অপমান করবেন না । অন্তত ওনার ছবিগুলো সরিয়ে দিন ।"
আজ বার্ণপুরের রাধানগর রোড সংলগ্ন 8 নম্বর বস্তি মহাবীরস্থান সংলগ্ন এলাকার একটি বিজয় সমাবেশের পর সাংবাদিকদের সামনে এই আবেদন করেন তিনি ।
কয়েকদিন আগে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন বাবুল সুপ্রিয় ফোনে হুমকি দিয়েছেন । আজ সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাবুল বলেন, "মানুষের কাজে আমার সহযোগিতার কথা বলতে আমি ফোন করেছিলাম । কিন্তু আমার ভাষা ভালো লাগেনি । অত্যন্ত কড়া ভাষায় আমি যা বলার বলেছি । আগামী দিনে মানুষের কাজে বাধা দিলে BJP কিন্তু থেমে থাকবে না ।"