আসানসোল, 23 অগাস্ট : রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বিধায়কদের । মঞ্চে তাঁদের নাম, নির্দিষ্ট আসন থাকলেও এলেন না কেউই । এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূল বিধায়কদের আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । বললেন, "ওনাদের কাছে সরকারি পদের থেকে দলীয় পদ বেশি প্রিয় ।"
গতকাল আসানসোল রেল ডিভিশনের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল । সকালে পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন, বিকেলে বরাকর স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং সন্ধ্যায় আসানসোলের লোকো স্টেডিয়ামে খেলার জন্য ফ্লাড লাইটের উদ্বোধন । এই তিনটি উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । পাশাপাশি এই তিনটি অনুষ্ঠানে নাম ছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের । কিন্তু অনুষ্ঠানে তাঁদের নামের নির্দিষ্ট আসনে উপস্থিত ছিলেন না কেউই । এই বিষয়কে কেন্দ্র করেই রাজ্যের 3 তৃণমূল বিধায়ককে আক্রমণ করেন বাবুল ।
বাবুল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে বলেন, "পাণ্ডবেশ্বরে টিকিট কাউন্টারের উদ্বোধন করলাম । সেই অনুষ্ঠানে এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম ছিল । কিন্তু তিনি আসেননি । মেয়র ও বিধায়ক দুটোই সরকারি পদ । কিন্তু সরকারি পদের থেকে ওনার কাছে আসানসোলের তৃণমূল জেলা সভাপতির পদ বেশি প্রিয় । তাই মানুষের উপকারে পাণ্ডবেশ্বর স্টেশনে মেশিন বসানোর অনুষ্ঠানে উনি আসেননি । রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানে কিন্তু আমরা নাম থাকে না । ডাকাও হয় না । কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত অনুষ্ঠানে এলাকার বিধায়ক ও সাংসদদের নিমন্ত্রণ করি ।"