পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা পাঠিয়েছি, জল না পেলে পঞ্চায়েত ঘেরাও করুন : বাবুল - অন্ডাল

আজ অন্ডালে নির্বাচনী প্রচারে আসেন বাবুল সুপ্রিয়। তিনি প্রচারে বলেন, "মুনমুন সেনের সঙ্গে ছবি তুলুন, কিন্তু তাঁকে ভোট দেবেন না"। প্রচারে গিয়ে বাবলু কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

By

Published : Apr 11, 2019, 7:38 PM IST

Updated : Apr 11, 2019, 7:47 PM IST

অন্ডাল, 11 এপ্রিল : অন্ডালে প্রচারে গিয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ অন্ডালের কাজোড়া ও হরিশপুর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বাবুল।

অন্ডালের ধান্ডাদিহি ও কাজোড়া এলাকায় প্রচারে গিয়ে কয়েকজনের বিক্ষোভের মুখে পড়েন বাবুল। তাঁরা বাবুলকে বলেন, "আপনি শুধু বলছেন। আমাদের কথা শুনুন। এখানে পানীয় জলের সমস্যা আছে। তার সুরাহা করুন।" বাবুল সুপ্রিয় উত্তরে বলেন, "আমি কেন্দ্রীয় মন্ত্রী। আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হয়তো জলের ব্যবস্থা করে দিতে পারব না। কিন্তু আমি কেন্দ্র থেকে সই করে টাকাটা পাঠাব। সেই টাকাটা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব মমতা দিদির। তাঁর পঞ্চায়েতের, পৌরসভার লোকজন সেইসব টাকা চুরি করে নিচ্ছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাবুল আরও বলেন, "আপনাদের এলাকায় কে বালি মাফিয়া, কে কয়লা মাফিয়া আপনারা জানেন। কারা আপনাদের বাড়িতে এসে ভয় দেখায়, কারা আপনাদের বলে, বাড়ি থেকে বের হলে বাড়িতে গিয়ে সাদা থান রেখে দিয়ে যাব, তাও আপনারা জানেন। টাকা পাঠিয়ে আমি আমার কাজ করে দিয়েছি। আপনারা পঞ্চায়েত ঘেরাও করুন। এখানে অন্তত 5 হাজার জন লোক বলছে জল পায়নি। দিদারা বলছেন, তাঁরা বিধবা পেনশন পাননি। বাড়ি বানানোর টাকা পাননি। আয়ুষ্মান ভারতের টাকা পাননি। যদি টাকা না থাকত, তাহলে দিদির কোটি কোটি টাকার পোস্টার লাগছে কী করে?"

আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন সম্পর্কে বাবুল বলেন,"মুনমুন সেন কয়লা,বালি, লোহা টাকা চুরি করা নেতাদের পাশে দাঁড়িয়ে তাঁর মা মহান অভিনেত্রী সুচিত্রা সেনের নাম করে মানুষের কাছে ভোট চাইছেন। তিনি বেঁচে থাকলে আজ কষ্ট পেতেন। তাই মুনমুন সেনের সঙ্গে ছবি তুলুন,কিন্তু তাঁকে ভোট দেবেন না।"

Last Updated : Apr 11, 2019, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details