আসানসোল, 30 অগস্ট: জল অপচয় রোধ এবং জল সংরক্ষণ। আর তা নিয়েই সচেতনতা বৃদ্ধি করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে অভিনব রাখি উৎসব পালন করা হল আসানসোলে। পথচলতি মানুষের হাতে পরিয়ে দেওয়া হল রাখি। যাতে বার্তা রয়েছে জল অপচয় বন্ধ করার এবং জল সংরক্ষণ করার। পাশাপাশি বিশেষ কার্ড দিয়ে মানুষজনকে বোঝানো হল কীভাবে বৃষ্টির জলকে ধরে রাখা যাবে।
বুধবার রাখি পূর্ণিমা ঘিরে অভিনব সচেতনতামূলক অভিযান চালালেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক ও কর্মীরা । আসানসোল রবীন্দ্রভবনের সামনে পথচলতি মানুষজনকে তারা একটি বিশেষ রাখি পরিয়ে দিলেন । এই রাখি জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে বলে সেখানকার আধিকারিকরা জানান । মানুষজনকে সেই রাখির মাধ্যমে বার্তা দেওয়া হল, জল অপচয় একেবারেই করবেন না । পাশাপাশি জল সঞ্চয় করতে হবে।
আরও পড়ুন : পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের