পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AMC Election 2022 : দলীয় ইস্তাহারের পরেও চৈতালীর পৃথক প্রতিশ্রুতিপত্র, কটাক্ষ অভিজিৎ ঘটকের

প্রতিশ্রুতিপত্র প্রকাশ নিয়ে চৈতালি তিওয়ারিকে কটাক্ষ অভিজিৎ ঘটকের (avijit ghatak on chaitali tiwari)। দলীয় ইস্তাহারের পরেও পৃথক প্রতিশ্রুতিপত্র প্রকাশ আসানসোল পৌর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারির । তিনি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী ৷

By

Published : Jan 31, 2022, 4:44 PM IST

asa
asa

আসানসোলঃ 31 জানুয়ারি- আসানসোল পৌরনিগমের ভোটে বিজেপির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ হয়েছে । সম্প্রতি আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী চৈতালি তেওয়ারি সাতাশটি প্রতিশ্রুতি সম্বলিত আরেকটি ইস্তেহার প্রকাশ করেছেন। আর তা নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু আসানসোলে । চৈতালী তেওয়ারির এই প্রতিশ্রুতি প্রকাশকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রাক্তন প্রশাসকমণ্ডলীর সদস্য অভিজিৎ ঘটক (avijit ghatak on chaitali tiwari) । তিনি চৈতালি তিওয়ারির নতুন প্রতিশ্রুতিপত্র নিয়েই কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে অভিজিৎ ঘটক বলেন , "এটা তো সরাসরি উনি নিজের পার্টিকেই চ্যালেঞ্জ করছেন। অবশ্য বিজেপিতে যাঁরা লোকাল নেতৃত্বে রয়েছেন, তাঁরা রাজ্য নেতৃত্বকে মানেন না। যাঁরা রাজ্যের নেতা রয়েছেন তাঁরা লোকাল নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারেন না। ওঁর স্বামী জিতেন্দ্র তেওয়ারি তো একটা সমান্তরাল ভাবে বিজেপির রাজ্য সংগঠন চালাচ্ছেন। এটা তাদের অভন্ত্যরীণ বিষয় হলেও মানুষকে বিভ্রান্ত করতেই এমন কাজ করা হয়েছে।"

আরও পড়ুন:Asansol Municipal Corporation : অভিজিৎ ঘটক-সহ পদ খোয়ালেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডে 4 সদস্য

অভিজিতের এই বক্তব্যের প্রত্যুত্তরে আসানসোলের বিজেপির জেলা সভাপতি দিলীপ দে বলেন, "এটা দলীয় সিদ্ধান্ত। দলের ইস্তেহার প্রকাশের পরেও প্রত্যেক ওয়ার্ডের নিজস্ব কিছু সমস্যা থাকে। সেই সমস্যা নিয়ে আমরা সব প্রার্থীকে বলেছি, তাঁরা নিজের নিজের মতো করে ইস্তাহার বা প্রতিশ্রুতিপত্র বার করতে পারেন। এগুলো অভিজিৎ ঘটক জানেন না। উনি একটা পুকুরে থাকেন, বিজেপি একটা সমুদ্র।’’

ABOUT THE AUTHOR

...view details