পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাত্র ৩০০ টাকায় অটোমেটিক স্যানিটাইজ়ার মেশিন ! চমক আসানসোলের ছাত্রের - Asansol news

অটোমেটিক স্যানিটাইজ়ার মেশিন মানে সাধারণের সাধ্যের বাইরে ৷ সেই মেশিনকে সাধারণের সাধ্যের মধ্যে এনে দিল ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র শুভ্রসুন্দর চক্রবর্তী ৷ যা বানানোর খরচ ৩০০ টাকারও কম ।

Automatic sanitizer machine
অটোমেটিক স্যানিটাইজ়ার মেশিন

By

Published : Aug 1, 2020, 8:50 PM IST

আসানসোল, 1 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ । আর এই অবস্থায় বাড়িতে বসেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শুভ্রসুন্দর চক্রবর্তী বানিয়ে ফেললেন অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ়ার মেশিন । মাত্র 300 টাকা ব্যয়ে এই মেশিন তৈরি করে ফেলেছেন তিনি ।

ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র শুভ্রসুন্দর । লকডাউন পরিস্থিতিতে বাড়িতেই সময় কাটছিল তাঁর । তবে কলেজের শিক্ষকদের থেকে অনলাইনে সাহায্য পেয়েছেন নানা বিষয়ে ।শুভ্রসুন্দরের মাথায় প্ল্যান আসে ভাইরাসের প্রাদুর্ভাবে যদি অটোমেটিক স্যানিটাইজ়ার মেশিন তৈরি করা যায় ।

কলেজের শিক্ষক সৌমেন সেন শুভ্রসুন্দরকে জানান, যদি মাইক্রোকন্ট্রোলার বাদ দিয়ে দেওয়া যায় মেশিন থেকে তাহলে মেশিনের দাম অনেক কমে যাবে । এরপরে শুভ্র সুন্দর IR সেন্সর, ট্রানজ়িস্টার দিয়ে বানিয়ে ফেলেছেন, এই হ্যান্ড স্যানিটাইজ়ার মেশিন । যা বানানোর খরচ ৩০০ টাকারও কম । মেশিনের সামনে হাত পাতলেই স্যানিটাইজার বেরিয়ে আসছে । শুধু তাই না মেশিনটিতে একটি ইন্ডিকেটর লাগানো হয়েছে । মেশিন ভরতি হয়ে গেলে সে ইন্ডিকেটরটি জ্বলে থাকবে । মেশিনটি ঘরের বাইরে নামিয়ে রাখা যায় । বাইরে থেকে যারা আসছেন তাঁরা সহজেই হাত স্যানিটাইজ় করতে পারবেন । এছাড়াও স্কুল-কলেজ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় এই মেশিন ।

শিক্ষক সৌমেন সেন জানান "এই প্রজেক্টটি আমাদের প্রত্যেকটি ক্লাস রুমে রাখা হবে । এত সস্তায় সুরক্ষার এমন যন্ত্র জুড়ি মেলা ভার । যদি বেশি বানানো যায় একসঙ্গে তাহলে খরচ আরও কম হবে ।"

মাত্র ৩০০ টাকায় অটোমেটিক স্যানিটাইজ়ার মেশিন ! চমক আসানসোলের ছাত্রের

অন্যদিকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য জানান,"মাইক্রোকন্ট্রোলার ছাড়া এই যন্ত্রের নির্মাণ একেবারেই অভিনব । আমরা বিভিন্ন স্কুল-কলেজকেও এ বিষয়টি নিয়ে উৎসাহিত করব । যদি তারা আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলে এই প্রজেক্টটি সরবরাহ করতে পারব ।"

ABOUT THE AUTHOR

...view details