পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোল রেল স্টেশনে লাগানো স্বয়ংক্রিয় ট্রেন সাফাই মেশিন - Eastern Railways

গোলাকার এক ধরনের চাকতিতে লাগান আছে ফার বা তুলো । সেগুলি লাইনের ধারে সারি সারি দিয়ে লাগানো । রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় ওই গোলাকার চাকতি ছুঁয়ে ট্রেন যাচ্ছে । চাকতিগুলিও ঘুরছে নিজের জায়গায় । আর তাতের পরিষ্কার হয়ে যাচ্ছে ট্রেনের কামরা ৷

স্বয়ংক্রিয় ট্রেন সাফাই মেশিন
স্বয়ংক্রিয় ট্রেন সাফাই মেশিন

By

Published : Apr 3, 2021, 9:07 PM IST

আসানসোল, 3 এপ্রিল : ট্রেন প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর গোল চাকতিতে লাগানো "কটন" স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাফ করে দিচ্ছে রেল কামরা । রেলের কামরা পরিষ্কার করার এমনই অভিনব যন্ত্র লাগানো হল আসানসোল রেল স্টেশনে ।

বিভিন্ন দূরপাল্লার ট্রেন দূরদূরান্তে ভ্রমনের কারণে নোংরা হয়। যাত্রীবাহী ট্রেন নোংরা থাকলে তা অস্বাস্থ্যকর হয়ে ওঠে ভ্রমনের ক্ষেত্রে । বিভিন্ন স্টেশনে সেই ট্রেন পরিষ্কার করার জন্য রেলের সাফাইকর্মীরা মজুত থাকেন । যাঁরা রেলের বাইরে ও ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন ।

এবার আসানসোল রেলস্টেশনে অভিনব এক সাফাই যন্ত্র লাগানো হল । গোলাকার চাকতিতে লাগান আছে ফার বা তুলো । সেগুলি লাইনের ধারে সারি সারি দিয়ে লাগানো । রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় ওই গোলাকার চাকতি ছুঁয়ে ট্রেন যাচ্ছে । চাকতিগুলিও ঘুরছে নিজের জায়গায় । আর চাকতির গায়ে লাগানো ফার ট্রেনের গায়ের ধুলো ময়লা ঝেড়ে দিচ্ছে ।

স্বয়ংক্রিয় ট্রেন সাফাই মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে রেলের কামরা

আরও পড়ুন : মাস্ক ছাড়া মেট্রোয় চড়লে কড়া পদক্ষেপ

আসানসোল রেল ডিভিশনে এই ধরনের যন্ত্র প্রথমবার লাগান হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে । এই স্বয়ংক্রিয় সাফাই যন্ত্র উদ্বোধন করেন পূর্ব রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এস আর ঘোষাল ৷ তিনি জানান, খুব দ্রুততার সঙ্গে কাজ শেষ করা হয়েছে এই স্বয়ংক্রিয় সাফাই মেশিনের । আসানসোল রেল ডিভিশনে এমন অনেক কাজ হয়েছে, যা প্রশংসার দাবি রাখে ।

ABOUT THE AUTHOR

...view details