পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamuria Robbery: জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা - জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার বোগড়া গ্রামের মাস্টার পাড়ায় (Attempted to Robbery at Jamuria) ৷

Jamuria Robbery
জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা

By

Published : Dec 28, 2022, 9:03 AM IST

জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা

জামুড়িয়া, 28 ডিসেম্বর: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা (Attempted to Robbery at Jamuria) ৷ এমনকী শূন্যে গুলি ছোড়ারও অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার বোগড়া গ্রামের মাস্টার পাড়ায় ৷ বিশ্বনাথ গড়াই নামে ইসিএলের এক কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ৷ ঘটনা তদন্তের নেমেছে জামুড়িয়া থানার পুলিশ ।

বিশ্বনাথ গড়াই জানান, রাত্রে বাড়ির দরজায় আওয়াজ দিয়ে এক ব্যক্তি বলে মিস্ত্রির লোকজন । দরজা খুললে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিন লক্ষ টাকা চাইতে শুরু করে । এরপর কোনও প্রকারে পালিয়ে গিয়ে বাড়ির ভেতরে সদর দরজা বন্ধ করে দেন ৷ তিনি ছাদে গিয়ে চোর চোর করে চিৎকার করলে গ্রামের মানুষজন ছুটে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ৷ বিশ্বনাথ গড়াইয়ের স্ত্রীর অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখে ডাকাতি চেষ্টা করতে আসা দুষ্কৃতী শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায় ।

আরও পড়ুন:শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে

ABOUT THE AUTHOR

...view details