পাণ্ডবেশ্বর, 28 জুন : পাণ্ডবেশ্বর তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতে হামলা । অভিযোগ BJP-র দিকে । ব্লক সভাপতির উপর হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় পাণ্ডবেশ্বরে রাস্তা অবরোধ করে ব্লক তৃণমূল কংগ্রেস ।
গতকাল সন্ধ্যা নাগাদ নরেন্দ্রবাবুর বাড়িতে এক যুবক তাঁর সঙ্গে দেখা করতে আসে । নরেন্দ্রনাথবাবু ওই যুবকের সঙ্গে দেখা করতে বাইরে বেরিয়ে এলে সে তাঁকে ধাক্কা মারে । দেশি পাইপগান জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে নরেন্দ্রবাবুকে । নরেন্দ্রবাবু চিৎকার করলে ওই যুবক পালিয়ে যায় । পালানোর সময় স্থানীয় এক যুবক তাকে ধরে ফেলে । হামলাকারী যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।