পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁকসায় BJP-র পথসভায় হামলা, জখম 7 - kanksa

পথসভায় BJP-র উপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের । আহত 7 BJP কর্মী । চলছে চিকিৎসা ।

আক্রান্ত BJP কর্মী

By

Published : Apr 19, 2019, 8:31 PM IST

Updated : Apr 20, 2019, 12:06 AM IST

কাঁকসা, 19 এপ্রিল : পথসভা চলকালীন BJP কর্মীদের উপর আক্রমণ । আহত সাত থেকে আট জন BJP কর্মী । অভিযোগের তির তৃণমূলের দিকে । রক্তাক্ত অবস্থায় আহতদের মধ্যে তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযোগ, পথসভায় কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় । খবর দিলেও পুলিশ আসেনি বলে অভিযোগ BJP-র ।

আজ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে কাঁকসা থানা এলাকার গোপালপুরে BJP-র পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় । BJP-র অভিযোগ, সেই পথসভা চলাকালীন আচমকা তাদের উপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বাঁশ, রড, লাঠি নিয়ে তাদের উপর হামলা চালানো হয় । ঘটনার পর থেকে বহু BJP কর্মী ঘরছাড়া বলেও দাবি করে আহত এক কর্মী । তাঁর দাবি, "পথসভার অনুমোদন থাকা সত্ত্বেও 50-60 জন এইভাবে আক্রমণ চালায় ।" আহত BJP কর্মী জয়দেব সরকার, নবকুমার দাসসহ আরও একজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি ।

দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে বাবুল বলেন, "আমি এই সবে এলাম । খবর নিচ্ছি । কী বলব বলুন নৃশংসতা চলছে । ওরা আরও হতাশ হয়ে গেছে কারণ 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে । এই ঘটনা তৃণমূলের নতুন কিছু না । এদের উত্তর মানুষই দেবে ।"

Last Updated : Apr 20, 2019, 12:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details