পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Housing Standing Committee: রাজ্যের আবাসনের অবস্থা জানতে দুর্গাপুরে পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা

রাজ্য সরকারি আবাসনের অবস্থা এবং আবাসিকদের সমস্যা জানতে দুর্গাপুরের (Durgapur News) সগরভাঙা হাউসিং পরিদর্শনে গেল বিধানসভার (West Bengal Assembly) হাউসিং স্ট্যান্ডিং কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল (Housing Standing Committee)৷

Assembly Housing Standing Committee members
পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা

By

Published : Jan 6, 2023, 3:01 PM IST

Updated : Jan 6, 2023, 5:39 PM IST

পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা

দুর্গাপুর, 6 জানুয়ারি:2015 সাল থেকে রাজ্য সরকারের আবাসনগুলির (Housing Standing Committee) ভাড়া নেওয়া হয়নি বিভিন্ন জটিলতার কারণে । এর পাশাপাশি বহু দিনের পুরনো রাজ্য সরকারের আবাসন প্রকল্পগুলির সংস্কারও হয়নি দীর্ঘদিন । সবমিলিয়ে দুর্গাপুরের (Durgapur News) সগরভাঙা, সিটি সেন্টার, বিধান নগর এই সমস্ত এলাকার সরকারি হাউসিংগুলির আবাসিকদের ক্ষোভ বাড়ছিল । এ বার রাজ্য সরকারের আবাসনের আবাসিকদের খোঁজ নিতে জেলায় জেলায় পরিদর্শন শুরু করল বিধানসভার হাউসিং স্ট্যান্ডিং কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল (West Bengal Assembly)।

শুক্রবার সকাল 10টা নাগাদ দুর্গাপুরের সগরভাঙা হাউসিং পরিদর্শনে যায় ওই 7 সদস্যের প্রতিনিধি দল । বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের আবাসনগুলির বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা ও বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে । দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্থ একাধিক আবাসনে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবাসিকদের । তার জেরে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বাড়ছিল সরকারি আবাসনের আবাসিকদের । সেই সমস্ত সমস্যা এবং অভিযোগ শুনতে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের বিভিন্ন প্রান্তে আবাসনের আবাসিকদের সমস্যার কথা শোনা হবে বলে জানা গিয়েছে ।

দুর্গাপুরের সগরভাঙা হাউসিং-এর আবাসিকদেরও একাধিক অভিযোগ ছিল । সেই সমস্ত সমস্যাগুলি শোনেন বিধানসভার স্ট্যান্ডিং হাউসিং কমিটির প্রতিনিধি দলের সদস্যরা । সেই সমস্যাগুলি বিধানসভার অধ্যক্ষকে জানানো হবে । এর পর সেই সমস্যাগুলি বিধানসভায় তুলে ধরা হবে। দ্রুত যাতে সেই সমস্যাগুলির সমাধান হয়, তারও ব্যবস্থা করা হবে বলে জানান ওই প্রতিনিধি দলের এক সদস্য তথা জামালপুরের বিধায়ক অলোক মাজি ।

আরও পড়ুন:আবাস যোজনায় দুর্নীতির তদন্তে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

হারাধন সরকার নামের এক আবাসিক জানান, "দীর্ঘদিন আমাদের ভাড়া নেওয়া হচ্ছে না । আমরা চাইছি সরকার অবিলম্বে এই ভাড়া নিক । তা না হলে একসঙ্গে বিরাট অঙ্কের বোঝা চাপবে আবাসিকদের ঘাড়ে ।" প্রবীণ অপর আবাসিকের কথায়, "দীর্ঘদিন আমাদের আবাসনগুলির সংস্কার হয়নি ৷ ঘরের ভেতরে ভাঙাচোরা অবস্থা । তার উপর আবার ভাড়া নেওয়া হচ্ছে না । সবমিলিয়ে আমরা দুর্দশায় দিন কাটাচ্ছি ।"

বিধানসভার হাউসিং দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অলোক মাজি বলেন, "আমি সমস্যার কথা শুনলাম ৷ লিখিত আকারে তা বিধানসভায় জমা দেওয়া হবে ।"

সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ দাস সরকার বলেন, "একদিকে আবাস দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার । অন্যদিকে দুর্গাপুরের সরকারি আবাসনগুলির বেহাল দশা । পৌরসভা নির্বাচনের আগে তাই ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামানো হল স্ট্যান্ডিং কমিটিকে ।"

Last Updated : Jan 6, 2023, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details