পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্পায়নের জন্য আসানসোল-দুর্গাপুর উপযুক্ত : মলয় ঘটক - মলয় ঘটক

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল ভৌগোলিক এবং কাঁচামালের ক্ষেত্রে যথার্থ স্থান । আর সেই কারণেই এই অঞ্চলে শিল্পের প্রভূত উন্নতি হয়েছে । আজ আসানসোলে মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একটি সেমিনারে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ।

malay ghatak
মলয় ঘটক

By

Published : Mar 14, 2020, 7:24 PM IST

Updated : Mar 14, 2020, 7:48 PM IST

আসানসোল, 14 মার্চ : আসানসোল-দুর্গাপুর ভৌগোলিক এবং কাঁচামাল এ দুয়ের বিচারেই শিল্পায়নের যথার্থ স্থান । সে কারণেই এই অঞ্চলে শিল্পের প্রভূত উন্নতি হয়েছে । আজ আসানসোলে মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একটি সেমিনারে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক । শুধু তাই নয়, শিল্পের উন্নতির ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরেন তিনি ।

গত কয়েক বছরে বার্ন স্ট্যান্ডার্ড, হিন্দুস্থান কেবলস-সহ বেশ কয়েকটি শিল্প বন্ধ হয়েছে শিল্পাঞ্চলে । নতুন কোনও শিল্পও আসেনি । তাই আগামী দিনে নতুন শিল্প নিয়ে আসার সম্ভাবনার কথা তুলে ধরতে চাইছে মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ় । আজ এই নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় আসানসোলের একটি হোটেলে । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক, ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই ।

শিল্পায়নের জন্য দুর্গাপুর-আসানসোলের প্রশংসায় মলয় ঘটক

আসানসোলে নতুন শিল্প না এলেও কিংবা সরকারি ও বেসরকারি কারখানা বন্ধ হয়ে গেলেও মলয় ঘটকের বক্তব্যে শিল্পাঞ্চলের প্রশংসাই শোনা গেল । তিনি বলেন, "পূর্ব ভারতের অন্যতম সেরা শিল্পাঞ্চল হল আসানসোল-দুর্গাপুর । এই অঞ্চলের সঙ্গে রেলপথ, সড়কপথ এবং বিমান পথে গোটা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে । এর ফলে ব্যবসা এবং শিল্পের নতুন দিগন্ত এসেছে । পাশাপাশি এই অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ কয়লা মজুত আছে । রয়েছে খনিজ গ্যাস । লৌহ ইস্পাত ইন্ডাস্ট্রিও আছে । নতুন শিল্পের বিরাট সম্ভাবনা আরও তৈরি হচ্ছে এই শিল্পাঞ্চলকে ঘিরে । আগামী দিনে ছোটো বিমান পরিষেবার জন্য বার্নপুরের কালাঝরিয়া থেকে বিমান পরিষেবা চালু করা হবে ।"

সেমিনারে মলয় ঘটক ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য রাজ্য সরকারের "ওয়ান উইন্ডো" সিস্টেমের উল্লেখ করেন । তিনি বলেন, "লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সরকারি নথি এখন এক জায়গাতেই পাওয়া যায় । নতুন শিল্প স্থাপনের জন্য শিল্পপতিদের অনেক সুবিধা করে দেওয়া হয়েছে ।"

Last Updated : Mar 14, 2020, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details