আসানসোল, 5 জুলাই : BJP-র আসানসোল পৌরনিগম অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের জি টি রোড । পুলিশের সামনেই মুখ বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেল কয়েকজনকে । কিন্তু আগ্নেয়াস্ত্র হাতে এই ব্যক্তিরা কারা ? তা নিয়ে একে-অপরকে দুষছে তৃণমূল ও BJP ।
কাটমানি, সাংসদ তহবিলের অর্থের অপব্যবহার ও আসানসোল শহরের উন্নয়নের দাবিতে আজ আসানসোল পৌরনিগম অভিযান করে জেলা BJP । সেইমতো পুলিশের আগাম অনুমতি নিয়েছিল BJP । আজ গীর্জামোড় থেকে অভিযান শুরু হয় । কিন্তু, পৌরনিগম পৌঁছানোর আগেই জি টি রোডে পুলিশ ব্যারিকেড করে অভিযানে বাধা দেয় । ক্ষুব্ধ BJP কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে দেয় । তখন লাঠিচার্জ করে পুলিশ । ছত্রভঙ্গ হন BJP কর্মীরা । ঘটনায় জখম হন BJP নেতা বাপ্পা চট্টোপাধ্যায় ও কাউন্সিলর ভৃগু ঠাকুরসহ সাতজন BJP কর্মী । পালটা ইট-পাটকেল ছোড়েন BJP কর্মীরা । জখম হন পাঁচজন পুলিশ কর্মী । এরপর তাঁদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । বন্ধ হয় অভিযান ।
এই সংক্রান্ত আরও খবর : BJP-র পৌরনিগম ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার আসানসোলে