আসানসোল, 27 মার্চ:"আসানসোল কারও কাছে মাথা নত করবে না।" সোমবার আসানসোল আদালতে ঢোকার মুখে ফের হুঙ্কার দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী ৷ তবে এই প্রথম নয়, আসানসোল পৌরনিগমের প্রশাসকের পদ ছাড়ার সময় অথবা তৃণমূল কংগ্রেস ছাড়ার সময়ও একই কথা বলেছিলেন তিনি। সে সময় তাঁর অভিযোগ ছিল, আসানসোল থেকে করের টাকা নিয়ে গেলেও উন্নয়নের জন্য কলকাতা থেকে আসানসোলে টাকা আসছে না। সেই প্রতিবাদেই মেয়র পদের পাশাপাশি তৃণমূলও ছেড়েছিলেন তিনি। (Asansol will not bow down warns Jeetendra Tewari)
সোমবার কম্বলকাণ্ডে ফের আসানসোল আদালতে পেশ করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে ৷ আদালতে ঢোকার মুখে জিতেন্দ্র বলেন, "আসানসোল কারও কাছে মাথা নত করবে না। আসানসোল কলকাতার কাছে পরাজিত হবে না ৷" গত 14 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ ডাঙাল এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারি।