পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jitendra Tiwari at Court: আসানসোল মাথা নত করবে না, আদালতে ঢোকার মুখে হুঙ্কার জিতেন্দ্রর - আদালতে ঢোকার মুখে হুঙ্কার জিতেন্দ্রর

কম্বলকাণ্ডে ফের আসানসোল আদালতে পেশ করা হয় জিতেন্দ্র তিওয়ারীকে ৷ আসানসোল মাথা নত করবে না। ফের একবার হুঙ্কার দিলেন বিজেপি নেতা ৷ (Asansol will not bow down warns Jeetendra Tewari)

Etv Bharat
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী

By

Published : Mar 27, 2023, 7:14 PM IST

আসানসোল, 27 মার্চ:"আসানসোল কারও কাছে মাথা নত করবে না।" সোমবার আসানসোল আদালতে ঢোকার মুখে ফের হুঙ্কার দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী ৷ তবে এই প্রথম নয়, আসানসোল পৌরনিগমের প্রশাসকের পদ ছাড়ার সময় অথবা তৃণমূল কংগ্রেস ছাড়ার সময়ও একই কথা বলেছিলেন তিনি। সে সময় তাঁর অভিযোগ ছিল, আসানসোল থেকে করের টাকা নিয়ে গেলেও উন্নয়নের জন্য কলকাতা থেকে আসানসোলে টাকা আসছে না। সেই প্রতিবাদেই মেয়র পদের পাশাপাশি তৃণমূলও ছেড়েছিলেন তিনি। (Asansol will not bow down warns Jeetendra Tewari)

সোমবার কম্বলকাণ্ডে ফের আসানসোল আদালতে পেশ করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে ৷ আদালতে ঢোকার মুখে জিতেন্দ্র বলেন, "আসানসোল কারও কাছে মাথা নত করবে না। আসানসোল কলকাতার কাছে পরাজিত হবে না ৷" গত 14 ডিসেম্বর আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ ডাঙাল এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারি।

এই ঘটনার জেরে দিল্লি থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্রকে। তাঁর স্ত্রী চৈতালি এবং দুই অনুগামী গৌরব গুপ্ত এবং তেজপ্রতাপ সিং অবশ্য় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির আগে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। গত 19 মার্চ তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল এবং সেই সময় বিচারক তাঁকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন:যাঁরা ভোট দেননি তাঁরাই রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিচ্ছেন, আমন্ত্রণ না পেয়ে মমতার বিরুদ্ধে সরব শুভেন্দু

এর মাঝে সুপ্রিম কোর্টে জিতেন্দ্রর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। আটদিনের পুলিশি হেফাজতের পর এদিন ফের আসানসোল সিজিএম আদালতে তাঁকে তোলা হয়। এদিন আদালতে ঢোকার মুখেই জিতেন্দ্র তিওয়ারি জানান, আসানসোলকে কলকাতা দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, "আরও মামলা করুক আমার বিরুদ্ধে ৷ প্রয়োজনে ছ'মাস জেলে থাকব। কিন্তু আসানসোল কলকাতার কাছে পরাজিত হবে না।"

ABOUT THE AUTHOR

...view details