আসানসোল , 10 মার্চ : বাকি মাত্র দু'দিন । স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক দেবে পড়ুয়ারা । তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা দেবে তারা । স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে জোরদার প্রস্তুতি নিচ্ছে । তাদের সাহায্যের জন্য লাস্ট মিনিট সাজেশন দিচ্ছে ETV ভারত । আজ বায়োলজি বিষয়ে পরামর্শ দিচ্ছেন আসানসোলের ঊষাগ্রাম স্কুলের বায়োলজি শিক্ষক সোমনাথ কুণ্ড ।
উচ্চমাধ্যমিক : শেষ মুহূর্তে কী পড়বে বায়োলজির জন্য - উচ্চমাধ্যমিকে বায়োলজির জন্য টিপস
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আজ বায়োলজি নিয়ে পরামর্শ দিচ্ছেন আসানসোলের ঊষাগ্রাম স্কুলের বায়োলজি শিক্ষক সোমনাথ কুণ্ড ।
উচ্চমাধ্যমিক
বায়োলজির জন্য কী কী পড়তে হবে , কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কীভাবে উত্তর লিখতে হবে তা নিয়েই পরামর্শ দিয়েছেন তিনি ।
এক নজরে দেখে নেব তাঁর পরামর্শগুলি :
- আগের বছর যে যে প্রশ্নগুলি এসেছে, সেগুলি এবারে আসার সম্ভাবনা নেই । 5 নম্বরের মোট তিনটি প্রশ্ন আসে । সেক্ষেত্রে তিনটি ইউনিটের উপর নজর দিতে হবে ।
- ইউনিট-এক থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় স্বপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক ও মানুষের জনন তন্ত্র । সেখান থেকে পড়তে হবে শুক্রাশয়, শুক্রাণুর গঠন, মেন্সট্রুয়াল সাইকেলের সময় ডিম্বাশয়ের পরিবর্তন, সম্পূর্ণ ভ্রূণের গঠন । এই প্রশ্নগুলির আসার সম্ভাবনা প্রবল ।
- 5 নম্বর প্রশ্নের জন্য ইউনিট-দুই থেকে জেনেটিক্স বা মলিকুলার বায়োলজির মধ্যে রেপ্লিকেশন, ট্রান্সকিপশন এবং ট্রান্সেলশন এই তিনটি পড়লে তার মধ্যে একটি আসার সম্ভাবনা 100 শতাংশ ।
- এরপর ইউনিট-5 । ইকোলজি ও এনভায়রনমেন্টের অধ্যায় গুরুত্বপূর্ণ । আগের বছর বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম এসে গেছে । এই বছর আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং, ওজোন ডিপ্লেশন এবং অ্যাসিড রেইন । ভালো করে পড়ে যেতে পারলেই কমন আসবে । পাঁচ নম্বরের জন্য প্রধানত টার্গেট করবে এই অধ্যায়টিকে ।
- এবার 3 নম্বরের প্রশ্ন । অর্থাৎ 3x9 = 27 নম্বরের প্রশ্ন । উচ্চমাধ্যমিকের ধারা অনুযায়ী , এখানে কোনও অথবা প্রশ্ন থাকে না ।
- ইউনিট -1 থেকে উদ্ভিদ চলনের প্রকারভেদগুলি ভালো করে পড়তে হবে । অণুবিস্তারণ প্রক্রিয়া এবং টিশু কালচার নিয়ে প্রশ্ন আসতে পারে ।
- ইউনিট -2 থেকে তিন নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, বিবর্তনের সম্ভাবনা প্রবল । কীভাবে পৃথিবীতে মানুষের বিবর্তন হল সে বিষয়ে প্রশ্ন আসতে পারে । বিবর্তন নিয়ে প্রমাণগুলি ভালো করে দেখে নিতে হবে । এখান থেকে ছোটো প্রশ্ন আসার সম্ভাবনা আছে ।
- ইউনিট -3 এর অধ্যায় স্বাস্থ্য এবং রোগ । এখানে ম্যালেরিয়া প্লাজমোডিয়ামের জীবন চক্র, এসক্যালেসের জীবন চক্র আসতে পারে । ভ্যাকসিনের প্রকারভেদ আসতে পারে । ড্রাগস আসক্তির প্রকারভেদ, এবং বায়োগ্যাসের উৎপাদন , মুরগির রোগ, মাছের রোগে চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন । পাশাপাশি গুরুত্বপূর্ণ মাইক্রোভসের ভুমিকা । ওষুধ তৈরিতে ভূমিকা ,শিল্প সংক্রান্ত কী ভূমিকা আছে , খাদ্য উৎপাদন , জীব উৎকর্ষতে কী ভূমিকা আছে তা পড়ে যেতে হবে । এগুলি ছোটো প্রশ্নের জন্য গুরুত্বপুর্ণ ।
- ইউনিট - 4 থেকে গুরুত্বপূর্ণ বায়োটেকনোলজি ও তার ব্যবহার । এই বছর ভ্যাক্সিন ও ইনসুলিন উৎপাদন আসার সম্ভাবনা । কারণ আগের বছর এখান থেকে কোনও প্রশ্ন আসেনি । বায়োটেকের টুলস, ধাপ, বায়োটেকে PCR -র ভূমিকা , GMO , ট্রানজেনিক প্লান্ট ও ট্রানজেনিক অ্যানিমেল পড়া প্রয়োজন ।
- ইউনিট-5-এ ইকোলজি ও এনভায়রনমেন্টের মধ্যে পড়তে হবে অটিকোলজি সিমকোলোজি ও অ্যাডপটেশন ।
- জনসংখ্যা নিয়ে তিন নম্বরের প্রশ্ন আসতে পারে । এছাড়া আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ রোগ সম্পর্কে পড়ে যেতে হবে ।
- দুই ও এক নম্বরের প্রশ্নের জন্য ভালো করে টেস্ট পেপার ও আগের বছরের প্রশ্নগুলি দেখা ভালো ।
- MCQ গুলি ভালো করে দেখে যেতে হবে । 14 টা MCQ থাকে । 14 নম্বরের মধ্যে অন্তত 12 বা 13 পেতেই হবে । নাহলে নম্বর অনেকটাই কমে যাবে ।
- উত্তরগুলি গুছিয়ে লিখতে হবে । তার সঙ্গে ছবি আঁকতে হবে । ছবি না আঁকলে নম্বর তোলা কঠিন হয়ে দাঁড়াবে ।
- প্রশ্নগুলি একই জায়গায় লিখতে হবে । অর্থাৎ , 2 নম্বর , 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নগুলি একই জায়গায় লেখার চেষ্টা করতে হবে ।
- নীল ও কালো রঙের পেন ব্যবহার করতে হবে ।
- খাতার বাঁ দিক ও ডান দিকে সুন্দরভাবে মার্জিন টানতে হবে । সঙ্গে প্রশ্নের নম্বর দিতে হবে ।
Last Updated : Mar 12, 2020, 10:12 PM IST