পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Giant Painting of Netaji: নেতাজিকে নিয়ে স্কুলছাত্রের 'অপূর্ব সৃষ্টি'

সামনেই নেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষে তাঁর একটি বিরাট ছবি আঁকল আসানসোলের ছাত্র (Asansol Student Paint Giant Painting of Netaji) অপূর্ব দত্ত ৷

Asansol Student Paint Giant Painting of Netaji Subhas Chandra Bose
লহ অর্ঘ্য

By

Published : Jan 21, 2023, 9:29 PM IST

নেতাজির 25 ফুট লম্বা ও 18 ফুট চওড়া ছবি আঁকলেন অপূর্ব

আসানসোল, 21 জানুয়ারি:নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) ! যতবার এই মহান দেশনায়কের নাম উচ্চারিত হয়, বাঙালির আবেগ বাঁধ ভাঙে ! সেই আবেগ হার মানাল মাধ্যমিকের আগে পড়াশোনার প্রবল চাপকেও ৷ আসলে কিছুদিন পরই শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা ৷ তা নিয়ে কত না দুশ্চিন্তায় রয়েছে লাখো পরীক্ষার্থী ৷ কিন্তু, সেসব চিন্তা-ভাবনাকে ফুৎকারে উড়িয়ে প্রিয় দেশনায়কের ছবি আঁকায় মন দিয়েছিল আসানসোলের মাধ্যমিক পরীক্ষার্থী অপূর্ব দত্ত ৷ ইতিমধ্যেই এই কিশোর নেতাজির একটি 25 ফুট লম্বা এবং 18 ফুট চওড়া ছবি এঁকেছে (Asansol Student Paint Giant Painting of Netaji) ৷ নেতাজির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি এটাই অপূর্বর অর্ঘ্য ৷

অপূর্ব আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা ৷ বর্তমানে মহিশীলা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র সে ৷ 15 বছরের অপূর্ব ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসে ৷ তবে, প্রথাগত কোনও প্রশিক্ষণ তার নেই ৷ তবুও, পড়াশোনার থেকেও ছবি আঁকাতেই বেশি সময় খরচ করে সে ৷ এমনকী মাধ্যমিকের আগেও ছবি আঁকায় কাটছাঁট করতে নারাজ এই কিশোর ৷

নেতাজি অপূর্বর স্বপ্নের নায়ক ৷ তাঁকে নিয়ে মাঝেমধ্য়েই ইন্টারনেটে গবেষণা চালায় সে ৷ এভাবেই তথ্যতলাশ করতে গিয়ে একদিন হঠাৎ অপূর্ব জানতে পারে, এক ব্যক্তি নেতাজির 20 ফুট লম্বা এবং 15 ফুট চওড়া ছবি এঁকেছেন ৷ অপূর্ব ঠিক করে, তাকে এর থেকেও বড় ছবি আঁকতে হবে ৷ সেই মতোই শুরু হয় তোড়জোড় ৷ মোট 100টি আর্ট পেপার পর পর জুড়ে 25 ফুট লম্বা এবং 18 ফুট চওড়া নেতাজির ছবি আঁকা শুরু করে এই মাধ্যমিক পরীক্ষার্থী ৷ কিন্তু এত বড় ছবি আঁকবেই বা কোথায় ? শেষমেশ সেই 'মিশন' শুরু হয় স্কুলের হলঘরে !

পেনসিল দিয়ে ছবি আঁকতে দু'দিন সময় লেগেছিল অপূর্বর ৷ তারপর শুরু হয় রং করা ৷ এত বড় ছবি রং করতে গিয়ে বন্ধুদের সাহায্যও নিতে হয়েছে ৷ বন্ধুদের সে বলে দিয়েছিল, কোথায় কোন রং কীভাবে করতে হবে ৷ সেই মতোই বন্ধুর প্রয়াসে সামিল হয়েছে অপূর্বর সহপাঠীরা ৷ পরবর্তীতে ড্রোন ক্য়ামেরার সাহায্যে এই ছবির ছবি তুলে বিভিন্ন সংস্থাকে পাঠিয়েছে অপূর্ব ৷ হাতে আঁকা নেতাজির বৃহত্তম ছবিগুলির মধ্যে এটি অন্যতম কিনা, তা জানতেই এই উদ্যোগ ৷

আগামী 23 জানুয়ারি আসানসোল পৌরনিগম নেতাজি বিষয়ক একটি অনুষ্ঠান করতে চলেছে ৷ আসানসোল রবীন্দ্রভবনে সেদিন নেতাজির এই বিরাট ছবিটি সর্বসমক্ষে আনা হবে ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইটিভি ভারতের প্রতিনিধিকে অপূর্ব জানায়, "নেতাজি নামটার মধ্যে আবেগ আছে ৷ এই আবেগ এবং তাঁর প্রতি আমার ভালোবাসা থেকেই এই ছবি এঁকেছি ৷"

আরও পড়ুন:সংরক্ষিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় ভারত ও জাপান সরকারের দ্বারস্থ হবেন নেতাজি কন্যা

এদিকে, বন্ধুদের সহযোগিতায় অপূর্বর এই কীর্তির কথা ইতিমধ্যেই এলাকায় ছড়িয়ে পড়েছে ৷ অনেকেই নেতাজির বিরাট ছবি দেখতে আসছেন ৷ সেই দলে রয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক মিহিরকুমার মণ্ডলও ৷ তিনি বলেন, "এমন প্রয়াসে আমরা গর্বিত ৷ আসানসোলের এক ছাত্রের উদ্যোগে এই কাজ করা হয়েছে ৷ সেটা আরও গর্বের ৷ আমরা চাই, এভাবেই নেতাজির আবেগ সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক ৷"

ABOUT THE AUTHOR

...view details