আসানসোল, 21 জানুয়ারি:নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) ! যতবার এই মহান দেশনায়কের নাম উচ্চারিত হয়, বাঙালির আবেগ বাঁধ ভাঙে ! সেই আবেগ হার মানাল মাধ্যমিকের আগে পড়াশোনার প্রবল চাপকেও ৷ আসলে কিছুদিন পরই শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা ৷ তা নিয়ে কত না দুশ্চিন্তায় রয়েছে লাখো পরীক্ষার্থী ৷ কিন্তু, সেসব চিন্তা-ভাবনাকে ফুৎকারে উড়িয়ে প্রিয় দেশনায়কের ছবি আঁকায় মন দিয়েছিল আসানসোলের মাধ্যমিক পরীক্ষার্থী অপূর্ব দত্ত ৷ ইতিমধ্যেই এই কিশোর নেতাজির একটি 25 ফুট লম্বা এবং 18 ফুট চওড়া ছবি এঁকেছে (Asansol Student Paint Giant Painting of Netaji) ৷ নেতাজির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি এটাই অপূর্বর অর্ঘ্য ৷
অপূর্ব আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা ৷ বর্তমানে মহিশীলা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র সে ৷ 15 বছরের অপূর্ব ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসে ৷ তবে, প্রথাগত কোনও প্রশিক্ষণ তার নেই ৷ তবুও, পড়াশোনার থেকেও ছবি আঁকাতেই বেশি সময় খরচ করে সে ৷ এমনকী মাধ্যমিকের আগেও ছবি আঁকায় কাটছাঁট করতে নারাজ এই কিশোর ৷
নেতাজি অপূর্বর স্বপ্নের নায়ক ৷ তাঁকে নিয়ে মাঝেমধ্য়েই ইন্টারনেটে গবেষণা চালায় সে ৷ এভাবেই তথ্যতলাশ করতে গিয়ে একদিন হঠাৎ অপূর্ব জানতে পারে, এক ব্যক্তি নেতাজির 20 ফুট লম্বা এবং 15 ফুট চওড়া ছবি এঁকেছেন ৷ অপূর্ব ঠিক করে, তাকে এর থেকেও বড় ছবি আঁকতে হবে ৷ সেই মতোই শুরু হয় তোড়জোড় ৷ মোট 100টি আর্ট পেপার পর পর জুড়ে 25 ফুট লম্বা এবং 18 ফুট চওড়া নেতাজির ছবি আঁকা শুরু করে এই মাধ্যমিক পরীক্ষার্থী ৷ কিন্তু এত বড় ছবি আঁকবেই বা কোথায় ? শেষমেশ সেই 'মিশন' শুরু হয় স্কুলের হলঘরে !