আসানসোল, 16 ডিসেম্বর: কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে (Asansol Stampede) তিনজনের মৃত্যুর ঘটনায় আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari), চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari)-সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল ৷ অভিযোগ করেছেন এই ঘটনায় মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি । যদিও এই অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নেই । পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ।
গত বুধবার আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয় বলে জানা গিয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী কয়েকটি কম্বল বিতরণ করে অনুষ্ঠানস্থল ছাড়ার পরেই কম্বল নিতে হুড়োহুড়ি লেগে যায় মানুষের । আর তার ফলেই পদপিষ্ট হন 9 জন । তাঁদের মধ্যে একজন কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয়েছে । আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন । এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয় । অভিযোগ ওঠে ছোট জায়গার মধ্যে এতজন মানুষকে নিয়ে আসার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে ।